ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. রাজু মোল্লা (৩২)।
এপিবিএন জানিয়েছে, বুধবার কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রাজু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে বলাকা ভবনের উত্তর পাশ থেকে আটক করা হয়। পরে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তু ধরা পড়ে। কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পাকস্থলী থেকে টেপ মোড়ানো ২০টি পোটলা বের করা হয়। এসব পোটলায় মোট এক হাজার ইয়াবা ছিল।
এপিবিএন জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. রাজু মোল্লা (৩২)।
এপিবিএন জানিয়েছে, বুধবার কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রাজু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে বলাকা ভবনের উত্তর পাশ থেকে আটক করা হয়। পরে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তু ধরা পড়ে। কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পাকস্থলী থেকে টেপ মোড়ানো ২০টি পোটলা বের করা হয়। এসব পোটলায় মোট এক হাজার ইয়াবা ছিল।
এপিবিএন জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।