মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ট্রাক গাছে ধাক্কা খেয়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর হাইওয়ে পুলিশ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া (২৫) মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনুর ভাই আফজাল হোসেন জানান, শালিখার শতখালী এলাকা থেকে প্লাইউডবোঝাই ট্রাকটি রামনগরে পৌঁছে সড়কের পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘুমন্ত অবস্থায় ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামনগর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর কবি।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ট্রাক গাছে ধাক্কা খেয়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর হাইওয়ে পুলিশ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া (২৫) মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনুর ভাই আফজাল হোসেন জানান, শালিখার শতখালী এলাকা থেকে প্লাইউডবোঝাই ট্রাকটি রামনগরে পৌঁছে সড়কের পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘুমন্ত অবস্থায় ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামনগর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর কবি।