পূর্বাচল (নারায়ণগঞ্জ) : আটককৃত হিজড়া -সংবাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহনে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে কাঞ্চন ফজুর বাড়ির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃতদের একেক জনের বাড়ি একেক জেলায়। তারা দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিলো। মানবিক দিক বিবেচনা করে এতদিন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরিবহনের চালক, মালিক ও প্রবাসীদের অতিষ্ঠ করে ফেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর কাঞ্চন সেতু এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গাড়ির গতিরোধ করে প্রবাসীদের মারধর করে। অর্ধ উলঙ্গ হয়ে প্রবাসীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। জানা যায়,আর্থিক লোভে পড়ে ছেলেদের কেউ কেউ হিজড়া সেজে দীর্ঘদিন ধরে ঢাকা বাইপাস সড়কে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে প্রবাসীদের বহনকারী পরিবহনকে প্রধান টার্গেট করে হিজড়া মাঠে নামে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা ও প্রবাসী বিমানবন্দর থেকে রেন্ট-এ-কারে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় রূপগঞ্জের বিভিন্ন স্থানে তারা হিজড়াদের কবলে পড়ে।
কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা প্রবাসীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে ১২জন হিজড়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বাচল (নারায়ণগঞ্জ) : আটককৃত হিজড়া -সংবাদ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহনে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে কাঞ্চন ফজুর বাড়ির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃতদের একেক জনের বাড়ি একেক জেলায়। তারা দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিলো। মানবিক দিক বিবেচনা করে এতদিন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরিবহনের চালক, মালিক ও প্রবাসীদের অতিষ্ঠ করে ফেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর কাঞ্চন সেতু এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গাড়ির গতিরোধ করে প্রবাসীদের মারধর করে। অর্ধ উলঙ্গ হয়ে প্রবাসীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। জানা যায়,আর্থিক লোভে পড়ে ছেলেদের কেউ কেউ হিজড়া সেজে দীর্ঘদিন ধরে ঢাকা বাইপাস সড়কে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে প্রবাসীদের বহনকারী পরিবহনকে প্রধান টার্গেট করে হিজড়া মাঠে নামে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা ও প্রবাসী বিমানবন্দর থেকে রেন্ট-এ-কারে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় রূপগঞ্জের বিভিন্ন স্থানে তারা হিজড়াদের কবলে পড়ে।
কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা প্রবাসীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে ১২জন হিজড়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।