ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চাঁদপুর শহরের খেলার মাঠসমূহ দখলমুক্ত এবং খেলাধুলার উপযোগী করার দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো এবং গণঅধিকার পরিষদ, ছাত্রদল, যুবশক্তি (এনসিপি) নেতৃবৃন্দ। বুধবার সকাল এগারোটার সময় চাঁদপুর প্রেস ক্লাবে রাজনৈতিক ফেলোবৃন্দ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত
এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা শহরের জনগুরুত্বপূর্ণ এই বিষয়টির উপর দাবি জানানো হয়।
সম্মেলনে বক্তারা বলেন, শহরের প্রধান খেলার মাঠগুলো যেমন হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ এবং আউটার স্টেডিয়াম অব্যবস্থাপনার কারণে কার্যকরভাবে ব্যবহারযোগ্য নয়। এর ফলে তরুণরা খেলাধুলা থেকে সরে গিয়ে মাদক ও অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বক্তারা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে পুনর্র্নিমাণ এবং সংস্কার করার দাবি জানান। তারা আরও বলেন, মাঠ ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা এবং তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই সংবাদ সম্মেলনে বক্তারা একমত হন যে, খেলার মাঠগুলো যথাযথভাবে সংস্কার এবং ব্যবস্থাপনা করলে অন্তত পাঁচ হাজার তরুণ সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এছাড়া, বিএনপি, গণঅধিকার পরিষদ এবং এনসিপি—এই রাজনৈতিক দলগুলো একত্রে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যা রাজনৈতিক ঐক্যের একটি দৃষ্টান্ত।
যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই সংবাদ সম্মেলনের সহায়তা করে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুর শহরের খেলার মাঠসমূহ দখলমুক্ত এবং খেলাধুলার উপযোগী করার দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো এবং গণঅধিকার পরিষদ, ছাত্রদল, যুবশক্তি (এনসিপি) নেতৃবৃন্দ। বুধবার সকাল এগারোটার সময় চাঁদপুর প্রেস ক্লাবে রাজনৈতিক ফেলোবৃন্দ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত
এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা শহরের জনগুরুত্বপূর্ণ এই বিষয়টির উপর দাবি জানানো হয়।
সম্মেলনে বক্তারা বলেন, শহরের প্রধান খেলার মাঠগুলো যেমন হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ এবং আউটার স্টেডিয়াম অব্যবস্থাপনার কারণে কার্যকরভাবে ব্যবহারযোগ্য নয়। এর ফলে তরুণরা খেলাধুলা থেকে সরে গিয়ে মাদক ও অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বক্তারা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে পুনর্র্নিমাণ এবং সংস্কার করার দাবি জানান। তারা আরও বলেন, মাঠ ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা এবং তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই সংবাদ সম্মেলনে বক্তারা একমত হন যে, খেলার মাঠগুলো যথাযথভাবে সংস্কার এবং ব্যবস্থাপনা করলে অন্তত পাঁচ হাজার তরুণ সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এছাড়া, বিএনপি, গণঅধিকার পরিষদ এবং এনসিপি—এই রাজনৈতিক দলগুলো একত্রে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যা রাজনৈতিক ঐক্যের একটি দৃষ্টান্ত।
যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই সংবাদ সম্মেলনের সহায়তা করে।