ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ ব্যাপী ৫ কোটির অধিক শিশুরা পাচ্ছেন টাইফয়েড প্রতিরোধক টিকা। এরই ধারাবাহিকতায় প্রথম বারের মতো স্বাস্হ্য বিভাগের তত্বাবধানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৫০ হাজার ৬শ’ ১৩ জন শিশুকে বিনা মূল্যে টাইফয়েড জ্বর প্রতিষেধক টিকা দেওয়া হবে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ১৯২ টি কেন্দ্রের মাধ্যমে নির্দিষ্ট সময় সূচী অনুযায়ী অর্ধলক্ষাধিক শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে।
প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরের কম বয়সী শিশু শিক্ষার্থীরা এ টিকা পাবে। সূত্র জানায়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাপী ৫ কোটির অধিক শিশুরা পাচ্ছেন টাইফয়েড প্রতিরোধক টিকা। এরই ধারাবাহিকতায় প্রথম বারের মতো স্বাস্হ্য বিভাগের তত্বাবধানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৫০ হাজার ৬শ’ ১৩ জন শিশুকে বিনা মূল্যে টাইফয়েড জ্বর প্রতিষেধক টিকা দেওয়া হবে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ১৯২ টি কেন্দ্রের মাধ্যমে নির্দিষ্ট সময় সূচী অনুযায়ী অর্ধলক্ষাধিক শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে।
প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরের কম বয়সী শিশু শিক্ষার্থীরা এ টিকা পাবে। সূত্র জানায়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকার আওতায় আনা হবে।