মাদারগঞ্জ (জামালপুর) : মুসুল্লি বাড়ি জামে মসজিদের পাশের প্রধান সড়কটি ভয়াবহ ভাঙনে গর্তের সৃষ্টি হয়েছে -সংবাদ
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় আলিম মাদরাসার উত্তর পাশে ও মুসুল্লি বাড়ি জামে মসজিদের পাশের প্রধান সড়কটি ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে।
সাম্প্রতিক একটানা বৃষ্টিপাতে রাস্তাটির একটি বড় অংশ ভেঙে পড়ায় প্রায় ৫ হাজার মানুষের চলাচল প্রায় বন্ধ হবার পথে। স্থানীয়রা সংবাদ কে জানান, এ সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ যাতায়াত করেন। এখানে মাদরাসা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নামাজের মুসুল্লি, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ পথচারী ও যানবাহন চলাচল দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। মোসলেমাবাদ এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার স্থানীয় ইউপি প্রশাসক এবং ৫ নং ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে। এমনকি উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ইউএনও মহোদয় কে অবহিত করা হয়েছে। কিন্তু অতি দুঃখ জনক হলেও সত্য যে, এখনো অদ্যবধি পর্যন্ত কোন সড়কে সংস্কার কাজ শুরু হয়নি। ফলে রাস্তাটির ভাঙন দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় ভুক্তভোগী আব্দুল হাই, আব্দুল্লাহ, ঠান্ডু, তুহিনসহ আরও অনেকে জানান আমরা বারবার কর্তৃপক্ষ কে জানিয়েছি, কিন্তু এখনো সড়কে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে। এলাকাবাসী আরও জানায়, এই সড়কটি শুধু একটি গ্রামের নয়, আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন ব্যবহার করে থাকে। তাই সময়মতো সংস্কার না হলে পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তাই প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সড়ক সংস্করণ করা সময়ের দাবি।
অপর দিকে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী-ঝাড়কাটা রাস্তায় চরবওলা চৌরাস্তায় এলাকায় একটানা অতি বৃষ্টি কারণে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রায় ৫০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, জামালপুর জেলার
মাদারগঞ্জ শহরের বালিজুড়ী বাজার অধুনালুপ্ত স্বজন সিনেমা হল চৌরাস্তা মোড় ঠাকুর বাড়ি থেকে চরবওলা চৌরাস্তা মোড় ভায়া পৌর সভা গেইট সংলগ্ন মিতালী বাজার পর্যন্ত রাস্তা সহ বিভিন্ন পৌর এলাকার রাস্তায় ভাঙ্গন থাকায় জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রথম শ্রেণিতে উন্নতি হলেও বালিজুড়ী বাজার ঠাকুর বাড়ি মোড় থেকে পৌর সভা গেইট মিতালী বাজার পর্যন্ত রাস্তার দুরত্ব মাত্র ২ কিলোমিটার। এই ২ কিলোমিটার ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। এই ২ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। ইটের খোয়া সরে গিয়ে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এসব গর্ত ও খানাখন্দে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একজন রোগী নিয়ে হাসপাতালে যেতে এই রাস্তায় আসার পর আরও অসুস্থ্য হয়ে যায় রোগী। এবিষয়ে ঝাড়কাটা টু বালিজুড়ী সড়কের যাত্রী আলহাজ্ব আব্দুল মতিন সরকার বলেন, এই সড়কে মাত্র ২ কিলোমিটার রাস্তায় চলাচলের অনেক ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময়ে গাড়ি উল্টে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা।
এ বিষয়ে মাদারগঞ্জ পৌর প্রকৌশলী বলেন, এই রাস্তা টি সংষ্কারের প্রক্রিয়া চলছে, খুব শীগ্রই আমরা প্রাক্কলন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হবে।
মাদারগঞ্জ (জামালপুর) : মুসুল্লি বাড়ি জামে মসজিদের পাশের প্রধান সড়কটি ভয়াবহ ভাঙনে গর্তের সৃষ্টি হয়েছে -সংবাদ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় আলিম মাদরাসার উত্তর পাশে ও মুসুল্লি বাড়ি জামে মসজিদের পাশের প্রধান সড়কটি ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে।
সাম্প্রতিক একটানা বৃষ্টিপাতে রাস্তাটির একটি বড় অংশ ভেঙে পড়ায় প্রায় ৫ হাজার মানুষের চলাচল প্রায় বন্ধ হবার পথে। স্থানীয়রা সংবাদ কে জানান, এ সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ যাতায়াত করেন। এখানে মাদরাসা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নামাজের মুসুল্লি, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ পথচারী ও যানবাহন চলাচল দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। মোসলেমাবাদ এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার স্থানীয় ইউপি প্রশাসক এবং ৫ নং ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে। এমনকি উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ইউএনও মহোদয় কে অবহিত করা হয়েছে। কিন্তু অতি দুঃখ জনক হলেও সত্য যে, এখনো অদ্যবধি পর্যন্ত কোন সড়কে সংস্কার কাজ শুরু হয়নি। ফলে রাস্তাটির ভাঙন দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় ভুক্তভোগী আব্দুল হাই, আব্দুল্লাহ, ঠান্ডু, তুহিনসহ আরও অনেকে জানান আমরা বারবার কর্তৃপক্ষ কে জানিয়েছি, কিন্তু এখনো সড়কে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে। এলাকাবাসী আরও জানায়, এই সড়কটি শুধু একটি গ্রামের নয়, আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন ব্যবহার করে থাকে। তাই সময়মতো সংস্কার না হলে পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তাই প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সড়ক সংস্করণ করা সময়ের দাবি।
অপর দিকে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী-ঝাড়কাটা রাস্তায় চরবওলা চৌরাস্তায় এলাকায় একটানা অতি বৃষ্টি কারণে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রায় ৫০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, জামালপুর জেলার
মাদারগঞ্জ শহরের বালিজুড়ী বাজার অধুনালুপ্ত স্বজন সিনেমা হল চৌরাস্তা মোড় ঠাকুর বাড়ি থেকে চরবওলা চৌরাস্তা মোড় ভায়া পৌর সভা গেইট সংলগ্ন মিতালী বাজার পর্যন্ত রাস্তা সহ বিভিন্ন পৌর এলাকার রাস্তায় ভাঙ্গন থাকায় জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রথম শ্রেণিতে উন্নতি হলেও বালিজুড়ী বাজার ঠাকুর বাড়ি মোড় থেকে পৌর সভা গেইট মিতালী বাজার পর্যন্ত রাস্তার দুরত্ব মাত্র ২ কিলোমিটার। এই ২ কিলোমিটার ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। এই ২ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। ইটের খোয়া সরে গিয়ে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এসব গর্ত ও খানাখন্দে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একজন রোগী নিয়ে হাসপাতালে যেতে এই রাস্তায় আসার পর আরও অসুস্থ্য হয়ে যায় রোগী। এবিষয়ে ঝাড়কাটা টু বালিজুড়ী সড়কের যাত্রী আলহাজ্ব আব্দুল মতিন সরকার বলেন, এই সড়কে মাত্র ২ কিলোমিটার রাস্তায় চলাচলের অনেক ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময়ে গাড়ি উল্টে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা।
এ বিষয়ে মাদারগঞ্জ পৌর প্রকৌশলী বলেন, এই রাস্তা টি সংষ্কারের প্রক্রিয়া চলছে, খুব শীগ্রই আমরা প্রাক্কলন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হবে।