ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা বুনো শূকরের কামড়ে ৮-১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা গ্রামের মিজানুর রহমান (৬৫), তরিকুল ইসলাম (৬০), রুমন আলি (২৫), শহিদুল ইসলাম (৩৫), খাদেমুল ইসলাম (৩৫) ও শেফালী বেগম (৩৫)। বাকি কয়েকজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। স্থানীয়রা জানান, ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম পাকা ইউনিয়নের দশরশিয়ায় বৃহস্পতিবার সকালে একটি বুনো শুকর ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা শুকরটিকে তাড়া করলে ৮/১০ জনকে আক্রমণ করে কামড় দেয় এবং তারা আহত হয়। পরে এলাকাবাসী লাঠিসোটা দিয়ে বন শুকরটিকে মেরে ফেলে। এদিকে পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, অনেক সময় ভারত থেকে বন শুকর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। বুনো শুকর ঢুকে পড়লে স্থানীয়রা এসময় তাকে তাড়া করলে ৮/১০ জনকে কামড় দেয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলি জানান, এ ব্যাপারটি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ভবিষ্যতে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা বুনো শূকরের কামড়ে ৮-১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা গ্রামের মিজানুর রহমান (৬৫), তরিকুল ইসলাম (৬০), রুমন আলি (২৫), শহিদুল ইসলাম (৩৫), খাদেমুল ইসলাম (৩৫) ও শেফালী বেগম (৩৫)। বাকি কয়েকজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। স্থানীয়রা জানান, ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম পাকা ইউনিয়নের দশরশিয়ায় বৃহস্পতিবার সকালে একটি বুনো শুকর ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা শুকরটিকে তাড়া করলে ৮/১০ জনকে আক্রমণ করে কামড় দেয় এবং তারা আহত হয়। পরে এলাকাবাসী লাঠিসোটা দিয়ে বন শুকরটিকে মেরে ফেলে। এদিকে পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, অনেক সময় ভারত থেকে বন শুকর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। বুনো শুকর ঢুকে পড়লে স্থানীয়রা এসময় তাকে তাড়া করলে ৮/১০ জনকে কামড় দেয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলি জানান, এ ব্যাপারটি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ভবিষ্যতে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করা হবে।