ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, উদ্যোক্তাদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নিয়ে যেতে হবে।
তিনি বৃহস্পতিবার,(১৮ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজারে অনুষ্ঠিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন এবং আর্থিক পৃষ্ঠপোষকতাকে অগ্রাধিকার দিতে হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি ও কৃষি-সংক্রান্ত খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রায় তিন শতাধিক কৃষি উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, উদ্যোক্তাদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নিয়ে যেতে হবে।
তিনি বৃহস্পতিবার,(১৮ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজারে অনুষ্ঠিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন এবং আর্থিক পৃষ্ঠপোষকতাকে অগ্রাধিকার দিতে হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি ও কৃষি-সংক্রান্ত খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রায় তিন শতাধিক কৃষি উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।