ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধার লক্ষ্যে দুইটি আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দোহার পৌরসভার এ দুইটি আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্প বাস্তবায়ন হলে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।
দোহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রথম প্রকল্পটি লটাখোলা দুর্গা মন্দিরের পিছন দিক থেকে শুরু হয়ে জয়পাড়া ক্লিনিক পর্যন্ত বিস্তৃত ২৬২ মিটার দীর্ঘ আরসিসি পাইপ ড্রেন নির্মিত হচ্ছে। দ্বিতীয় প্রকল্পটি ৭ নম্বর ওয়ার্ডে ইদ্রিস মাস্টারের বাড়ির সামনে দিয়ে নির্মিত আরসিসি পাইপ ড্রেনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ড্রেনটি এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যায় ভুগছিলেন।
বিশেষ করে বর্ষাকালে ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ত।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এ কাজের উদ্বোধন করেন। এসময়ে তিনি বলেন, এই প্রকল্পগুলো শুধু উন্নয়নই নয়, মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিফলনও। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দোহারকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
দোহার পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা কিছুটা হলেও নিরসন করতে পারবো। আমাদের পরিকল্পনায় আরও কয়েকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ রয়েছে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, বিএনপি নেতা তৈয়বুর রহমান আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধার লক্ষ্যে দুইটি আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দোহার পৌরসভার এ দুইটি আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্প বাস্তবায়ন হলে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।
দোহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রথম প্রকল্পটি লটাখোলা দুর্গা মন্দিরের পিছন দিক থেকে শুরু হয়ে জয়পাড়া ক্লিনিক পর্যন্ত বিস্তৃত ২৬২ মিটার দীর্ঘ আরসিসি পাইপ ড্রেন নির্মিত হচ্ছে। দ্বিতীয় প্রকল্পটি ৭ নম্বর ওয়ার্ডে ইদ্রিস মাস্টারের বাড়ির সামনে দিয়ে নির্মিত আরসিসি পাইপ ড্রেনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ড্রেনটি এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যায় ভুগছিলেন।
বিশেষ করে বর্ষাকালে ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ত।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এ কাজের উদ্বোধন করেন। এসময়ে তিনি বলেন, এই প্রকল্পগুলো শুধু উন্নয়নই নয়, মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিফলনও। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দোহারকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
দোহার পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা কিছুটা হলেও নিরসন করতে পারবো। আমাদের পরিকল্পনায় আরও কয়েকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ রয়েছে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, বিএনপি নেতা তৈয়বুর রহমান আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।