ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাকৃত ১২২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামালায় ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীর অভিযানে ২৯ চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেপ্তার
কারওয়ান বাজার ও কাকরাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
অভিযানের সময় একনলা বন্দুক ১টি, কার্তুজ ১ রাউন্ড, দেশীয় তৈরি এলজি ২টি, কুড়াল ১টি, কার্তুতের খোসা ১টি উদ্ধার করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধী ও বিভিন্ন মামলার আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এ অভিযান অব্যাহত আছে।
পুলিশের অন্য এক সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০-৬০ জন একটি ঝটিকা মিছিল বের করেছে। এছাড়াও কাকরাইলে দুপুর ১টা ২৫ মিনিটের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের আরও একটি ঝটিকা মিছিল বের করেছে। পৃথক দুইটি মিছিলের সময় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, সেনাবাহিনীর নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, প্রতারক ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ২৯ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর থেকে গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গোলাবারুদ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, জাল এনআইডি, ক্যাপ্টেন পদমর্যাদার আইডি কার্ড, জাল ক্রেডিট ও ডেবিট কার্ড ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাকৃত ১২২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামালায় ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীর অভিযানে ২৯ চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেপ্তার
কারওয়ান বাজার ও কাকরাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
অভিযানের সময় একনলা বন্দুক ১টি, কার্তুজ ১ রাউন্ড, দেশীয় তৈরি এলজি ২টি, কুড়াল ১টি, কার্তুতের খোসা ১টি উদ্ধার করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধী ও বিভিন্ন মামলার আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এ অভিযান অব্যাহত আছে।
পুলিশের অন্য এক সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০-৬০ জন একটি ঝটিকা মিছিল বের করেছে। এছাড়াও কাকরাইলে দুপুর ১টা ২৫ মিনিটের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের আরও একটি ঝটিকা মিছিল বের করেছে। পৃথক দুইটি মিছিলের সময় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, সেনাবাহিনীর নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, প্রতারক ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ২৯ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর থেকে গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গোলাবারুদ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, জাল এনআইডি, ক্যাপ্টেন পদমর্যাদার আইডি কার্ড, জাল ক্রেডিট ও ডেবিট কার্ড ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।