বাংলাদেশ ষড়ঋতুর দেশ । ভাদ্র ও আশ্বিন দুই মাস শরৎকাল । প্রকৃতি এই সময় বৈচিত্রপূর্ণ রূপ ধারণ করে। নীল আকাশে ধবধবে তুলোর মতো মেঘ, আর মৃদু বাতাস। রোদ ঝলমল নীল আকাশে ভাসে স্বচ্ছ সাদা মেঘমালা। আর এই শরৎকালেই সিরাজগঞ্জের যমুনার পাড়ে সাদা বকের সারির মতো পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল। এ যেন সবুজের ভেতর অনেকটা জায়গাজুড়ে সাদার পালকের মেলা। শরৎকাল এলেই সিরাজগঞ্জ শহরের চর-লশাপাড়া (কাটাওয়াবদা) ক্রসবার-৩ এলাকায় কাশফুলের সৌন্দর্যের টানে আসা প্রকৃতিপ্রেমী তরুন তরুণীদের ভিড় জমে। শরৎকাল জুড়ে সবাইকে মুগ্ধ করে কাশফুলের সাদা-ধূসর সাম্রাজ্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জুড়ে কাশফুল ফুটেছে। লম্বা সবুজ পাতার বুক চিড়ে বেরিয়ে আসা থোকা থোকা কাশফুলের গুচ্ছ। বিকেল হলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিয়াসু তরুন তরুণীদের এ কাশফুলের ছোঁয়া নিতে আসে। এসময় কেউ মুঠোফোনে ছবি তুলছেন। কেউবা আবার দু-চারটি কাশফুল ছিঁড়ে তোড়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিচ্ছেন। এতে শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণীসহ নানা বয়সী মানুষ কাশবনে খেলায় মেতে উঠে। হঠাৎ দেখে মনে হবে, সেখানে সাদা বকের পালকের চাদর বিছানো হয়েছে। শীতল হাওয়ায় দুলছে, সাদা কাশফুল। স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত এ কাশফুল থাকে।
ঘুরতে আসা সনিয়া, শিউলি, সাবা, বাবলী বলেন, যমুনার পাড় ঘেঁষে নির্মাণ করা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ক্রসবার-৩ এলাকায় কয়েক বছর ধরে বিকেল হলেই কাশফুলের সৌন্দর্যের টানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে। এযেন এক অন্য রকম দৃশ্য।
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ষড়ঋতুর দেশ । ভাদ্র ও আশ্বিন দুই মাস শরৎকাল । প্রকৃতি এই সময় বৈচিত্রপূর্ণ রূপ ধারণ করে। নীল আকাশে ধবধবে তুলোর মতো মেঘ, আর মৃদু বাতাস। রোদ ঝলমল নীল আকাশে ভাসে স্বচ্ছ সাদা মেঘমালা। আর এই শরৎকালেই সিরাজগঞ্জের যমুনার পাড়ে সাদা বকের সারির মতো পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল। এ যেন সবুজের ভেতর অনেকটা জায়গাজুড়ে সাদার পালকের মেলা। শরৎকাল এলেই সিরাজগঞ্জ শহরের চর-লশাপাড়া (কাটাওয়াবদা) ক্রসবার-৩ এলাকায় কাশফুলের সৌন্দর্যের টানে আসা প্রকৃতিপ্রেমী তরুন তরুণীদের ভিড় জমে। শরৎকাল জুড়ে সবাইকে মুগ্ধ করে কাশফুলের সাদা-ধূসর সাম্রাজ্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জুড়ে কাশফুল ফুটেছে। লম্বা সবুজ পাতার বুক চিড়ে বেরিয়ে আসা থোকা থোকা কাশফুলের গুচ্ছ। বিকেল হলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিয়াসু তরুন তরুণীদের এ কাশফুলের ছোঁয়া নিতে আসে। এসময় কেউ মুঠোফোনে ছবি তুলছেন। কেউবা আবার দু-চারটি কাশফুল ছিঁড়ে তোড়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিচ্ছেন। এতে শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণীসহ নানা বয়সী মানুষ কাশবনে খেলায় মেতে উঠে। হঠাৎ দেখে মনে হবে, সেখানে সাদা বকের পালকের চাদর বিছানো হয়েছে। শীতল হাওয়ায় দুলছে, সাদা কাশফুল। স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত এ কাশফুল থাকে।
ঘুরতে আসা সনিয়া, শিউলি, সাবা, বাবলী বলেন, যমুনার পাড় ঘেঁষে নির্মাণ করা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ক্রসবার-৩ এলাকায় কয়েক বছর ধরে বিকেল হলেই কাশফুলের সৌন্দর্যের টানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে। এযেন এক অন্য রকম দৃশ্য।