পলাশ (নরসিংদী) : অসহায় পরিবারের যুবককে দোকান করে দিলেন ‘আমরা দূর্বার’ সংগঠন -সংবাদ
পলাশের সামাজিক সংগঠন ‘আমরা দূর্বার’ এলাকার অসহায় পরিবারের সেবা করে সুনাম কুড়িয়েছে। গতকাল শুক্রবার এক্সিডেন্টে পঙ্গু হওয়া একটি পরিবারের একমাত্র উপার্জনোক্ষম আসাবুদ্দিনের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
যুবককে মালামালসহ একটি দোকান করে দিয়েছে সামাজিক এই সংগঠনটি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মূল সড়কের পাশে এ দোকানটি বুঝিয়ে দেওয়া হয়।
পরে দোকানের সামনে পঙ্গু আশাবদ্দিনের সুস্থতা ও ব্যবসায়ীক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিশেষ করে পঙ্গু আশাবুদ্দিনকে মিষ্টি মুখ করায় সংগঠনটির নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণ। আশাবুদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমরা দুর্বার সংগঠনের যারা দেশ ও প্রবাস থেকে আমাকে এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি, তারা সামনে দিনগুলোতে সমাজের অসহায় মানুষদের পাশে এভাবে দাঁড়াবে।
সংগঠনের সভাপতি রাজিব সরকার বলেন, ২০১৯ সালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুটি পা ভেঙে গিয়ে পঙ্গু হয়ে যায় আশাবুদ্দিন । তিনি কারও কাছে হাত পাততে চান না, নিজে কিছু করতে চান। তার এই ইচ্ছাকে আমরা সম্মান জানিয়ে তার পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসের ভাইয়েরাসহ আমাদের সংগঠনের উপদেষ্টারা আর্থিকভাবে সহযোগী করেছেন। আমাদের এ ধরণের মানবিককাজ গুলো সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। দোকানটি চালুর মধ্য দিয়ে আশাবুদ্দিন স্বনির্ভর হয়ে উঠবেন এবং নিজের পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে পালন করবেন বলে আশা রাখি।
পলাশ (নরসিংদী) : অসহায় পরিবারের যুবককে দোকান করে দিলেন ‘আমরা দূর্বার’ সংগঠন -সংবাদ
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
পলাশের সামাজিক সংগঠন ‘আমরা দূর্বার’ এলাকার অসহায় পরিবারের সেবা করে সুনাম কুড়িয়েছে। গতকাল শুক্রবার এক্সিডেন্টে পঙ্গু হওয়া একটি পরিবারের একমাত্র উপার্জনোক্ষম আসাবুদ্দিনের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
যুবককে মালামালসহ একটি দোকান করে দিয়েছে সামাজিক এই সংগঠনটি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মূল সড়কের পাশে এ দোকানটি বুঝিয়ে দেওয়া হয়।
পরে দোকানের সামনে পঙ্গু আশাবদ্দিনের সুস্থতা ও ব্যবসায়ীক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিশেষ করে পঙ্গু আশাবুদ্দিনকে মিষ্টি মুখ করায় সংগঠনটির নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণ। আশাবুদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমরা দুর্বার সংগঠনের যারা দেশ ও প্রবাস থেকে আমাকে এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি, তারা সামনে দিনগুলোতে সমাজের অসহায় মানুষদের পাশে এভাবে দাঁড়াবে।
সংগঠনের সভাপতি রাজিব সরকার বলেন, ২০১৯ সালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুটি পা ভেঙে গিয়ে পঙ্গু হয়ে যায় আশাবুদ্দিন । তিনি কারও কাছে হাত পাততে চান না, নিজে কিছু করতে চান। তার এই ইচ্ছাকে আমরা সম্মান জানিয়ে তার পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসের ভাইয়েরাসহ আমাদের সংগঠনের উপদেষ্টারা আর্থিকভাবে সহযোগী করেছেন। আমাদের এ ধরণের মানবিককাজ গুলো সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। দোকানটি চালুর মধ্য দিয়ে আশাবুদ্দিন স্বনির্ভর হয়ে উঠবেন এবং নিজের পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে পালন করবেন বলে আশা রাখি।