ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
গতকাল শনিবার বিকেলে তিনি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্বচরপাড়াতলা গ্রামে এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, ভাঙনকবলিত এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি নদীশাসন প্রকল্পের আওতায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ভাঙনের কারণে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করছে। বিশেষ করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মানুষজনও এই রাস্তায় চলাচল করেন। তবে রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন নিয়ে যাতায়াত করতে হচ্ছে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে।
এদিকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের অংশ হিসেবে বালু ভরাট কার্যক্রম শুরু হয়েছে। এতে সাময়িকভাবে হলেও মানুষের চলাচলের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
গতকাল শনিবার বিকেলে তিনি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্বচরপাড়াতলা গ্রামে এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, ভাঙনকবলিত এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি নদীশাসন প্রকল্পের আওতায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ভাঙনের কারণে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করছে। বিশেষ করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মানুষজনও এই রাস্তায় চলাচল করেন। তবে রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন নিয়ে যাতায়াত করতে হচ্ছে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে।
এদিকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের অংশ হিসেবে বালু ভরাট কার্যক্রম শুরু হয়েছে। এতে সাময়িকভাবে হলেও মানুষের চলাচলের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।