কুমিল্লায় একটি কারখানায় চুরির অভিযোগে আটক এক যুবককে প্রশিক্ষিত জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে র্যাব জড়িত ৩ নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় জেলার বুড়িচং উপজেলার সাকুরা স্টীল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করতেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি বলেন, সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত সতর্কতার সাথে প্রহরা বাসায়। এরই প্রেক্ষিতে জুমার নামাজের সময় তারা চোর ধরতে ওৎ পেতে থাকে। এ সময় জয় সেখানে যাওয়ার পর তাকে আটকে দুটি কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়। এ সময় জয়ের ভাঙ্গারি ব্যবসা ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল। তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দ্রা এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার। তারা সকলেই ওই মিলের নিরাপত্তা বিভাগে কর্মরত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং এ সময় গ্রেপ্তারকৃতরা পাইপ হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। র্যাব জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। সাকুরা স্টিল মিলের একজন কর্মচারী বলেন, ঘটনার সময় বাইরের কোন লোক ছিল না। কুকুর লেলিয়ে নির্যাতনের ভিডিও তাদের লোকজন মোবাইলে ধারন করে। এ সময় একজন নিরাপত্তা প্রহরী ভিডিওটি তার এক আত্মীয়ের নিকট পাঠালে পরে তা ভাইরাল হয়ে পড়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার বাদী হয়ে ৩ নিরাপত্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ৩ জনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কিনা তাও তদন্ত দেখা হচ্ছে। চিকিৎসায় সুস্থ হওয়ায় ভিকটিম জয়কে তার পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লায় একটি কারখানায় চুরির অভিযোগে আটক এক যুবককে প্রশিক্ষিত জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে র্যাব জড়িত ৩ নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় জেলার বুড়িচং উপজেলার সাকুরা স্টীল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করতেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি বলেন, সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত সতর্কতার সাথে প্রহরা বাসায়। এরই প্রেক্ষিতে জুমার নামাজের সময় তারা চোর ধরতে ওৎ পেতে থাকে। এ সময় জয় সেখানে যাওয়ার পর তাকে আটকে দুটি কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়। এ সময় জয়ের ভাঙ্গারি ব্যবসা ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল। তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দ্রা এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার। তারা সকলেই ওই মিলের নিরাপত্তা বিভাগে কর্মরত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং এ সময় গ্রেপ্তারকৃতরা পাইপ হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। র্যাব জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। সাকুরা স্টিল মিলের একজন কর্মচারী বলেন, ঘটনার সময় বাইরের কোন লোক ছিল না। কুকুর লেলিয়ে নির্যাতনের ভিডিও তাদের লোকজন মোবাইলে ধারন করে। এ সময় একজন নিরাপত্তা প্রহরী ভিডিওটি তার এক আত্মীয়ের নিকট পাঠালে পরে তা ভাইরাল হয়ে পড়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার বাদী হয়ে ৩ নিরাপত্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ৩ জনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কিনা তাও তদন্ত দেখা হচ্ছে। চিকিৎসায় সুস্থ হওয়ায় ভিকটিম জয়কে তার পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।