ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি নাগরিকরকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোর রাতে হবিগঞ্জ ৫৫ বিজিবির চুনারুঘাট গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলা রভিলবকসাই গ্রামের অবনীকান্ত দাসের ছেলে সমরকান্ত দাস (২৬), সুনামগঞ্জ জেলার গোযানী গ্রামের রজলাল শুক্রমনি দাসের ছেলে জহুর লাল দাস (৭১), হবিগঞ্জ জেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষীরাণী দাস (৫২), মেয়ে উতোমা দাস (২২)। আটতকৃতদের চুনারুঘাট থানায় সোর্পদ্দ করা হয়েছে। হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৯ সেপ্টম্বও চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আরও ৬ বাংলাদেশিকে আটক কওে বিজিবি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি নাগরিকরকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোর রাতে হবিগঞ্জ ৫৫ বিজিবির চুনারুঘাট গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলা রভিলবকসাই গ্রামের অবনীকান্ত দাসের ছেলে সমরকান্ত দাস (২৬), সুনামগঞ্জ জেলার গোযানী গ্রামের রজলাল শুক্রমনি দাসের ছেলে জহুর লাল দাস (৭১), হবিগঞ্জ জেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষীরাণী দাস (৫২), মেয়ে উতোমা দাস (২২)। আটতকৃতদের চুনারুঘাট থানায় সোর্পদ্দ করা হয়েছে। হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৯ সেপ্টম্বও চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আরও ৬ বাংলাদেশিকে আটক কওে বিজিবি।