alt

ময়মনসিংহে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ খানকা ভাঙচুর, থানায় মামলা, আটক দুই

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

https://sangbad.net.bd/images/2025/September/22Sep25/news/IMG-20250922-WA0030.jpg

‘অসামাজিক কার্যকলাপ’ চালানোর অভিযোগ তুলে গত শুক্রবার জুম্মার নামজের পরে একদল যুবক ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি বাজারে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভেঙে গুড়িয়ে দিয়েছে।

তবে এলাকাবাসী ও বাজার কমিটির লোকজন জানিয়েছেন সেখানে কোনো ‘অসামাজিক কার্যকলাপ হতো না’। খানকা পরিচালনাকারীরাও বলছেন এখানে কোন ‘অসামাজিক’ কাজ হয় না।

সেখানে প্রতি শুক্রবার রাতে মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হতো। আর রাতে সামা কাওয়ালী গান হতো।

দুই মাস আগে থেকে এ খানকা ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে সম্পৃক্ত কয়েকজন যুবকের কথায় জানা গেল। হামলাকারীরা বলছেন গান-বাজনা, ‘মাদকসেবনসহ’ রাতভর বিভিন্ন ‘অসামাজিক’ কার্যকলাপের কারনেই এটা ভেঙে দেয়া হয়েছে।

https://sangbad.net.bd/images/2025/September/22Sep25/news/IMG-20250922-WA0031.jpg

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফে’ সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘর-দরজা ভেঙে, কুপিয়ে তছনছ করা হয়েছে টিন শেডের এই দরবার শরীফ। ভেঙে ফেলা হয়েছে একতারা, হারমোনিয়াম, সরাজ, ঢোল, মন্দিরাসহ সব বাদ্যযন্ত্র। বাইরে পরে আছে ভাঙা সাউন্ডবক্স। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বেহালা।

স্থানীয় বাসিন্দা উসমান গণি ফকির প্রায় ১৮ বছর আগে বাজারের এক পাশে সরকারি জমিতে একটি ঘর করে সেখানে ‘অষ্টগুরু সামাদ পাগলার’ শিষ্যত্ব বরণ করে এই খানকা গড়ে তোলেন। এখানে নিজের ভক্তদের নিয়ে আড্ডা দিতেন উমসান গণি ফকির। স্থানীয় লোকজন এটিকে গণি ফকিরের আস্তানা নামে জানে। সম্প্রতি ‘অসামাজিক কার্যকলাপের’ আখ্যা দিয়ে এটি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিলেন একদল স্থানীয় যুবক।

দায়রা শরিফের খাদেম উসমান গণি ফকির বলেন, “গত জুমার নামাজের সময় কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় খানকায় ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। ঘর-দরজা ভেঙে, কুপিয়ে তছনছ করেছে, সাউন্ডবক্সের সেট নিয়ে গেছে। এখানে প্রায় সাড়ে ১৭ বছর ধরে আস্তানা আছে। খাজা বাবার দায়রা শরিফে মিলাদ হতো, গানবাজনা হতো। কিন্তু কোনো কিছু না বলে হঠাৎ আজ ভেঙে দেয়া হয়। প্রতি শুক্রবার এখানে অনেক লোক এসে মিলাদ পড়ে। জিকির শেষে সামা কাওয়ালি গান হয়।”

তিনি শুনেছেন মসজিদে ঘোষণা দিয়ে হামলা করা হয়। কী কারণে হামলা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। “বাজারের ইজারাদারদের কোনো অভিযোগ ছিল না। মসজিদ কমিটিও কোনো দিন কিছু বলেনি। এখন আমি ও আমার সহযোগীরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি।” থানায় অভিযোগ দিয়েছেলে বলে জানান তিনি।

খানকা শরিফ থেকে সুতিয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দূরত্ব ৫০ গজের মতো। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ইমাম মুসল্লিদের কাছ থেকে টাকা তুলতে মাইকে কথা বলছিলেন। এ সময় ইমামের কাছ থেকে মাইক নিয়ে খানকা ভাঙার ঘোষণা দেন স্থানীয় রুবেল মিয়ার ১৯ বছর বয়সী ছেলে মো. তানভীর।

মসজিদের মোয়াজ্জিন নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছেলেটি হুজুরের কাছ থেকে মাইক নিয়ে বলতে থাকে — ‘গনি মিয়ার মাজারটি আমরা ভাঙতে চাই। এখানে নষ্টামি হয়’ — এই বলে মাইক্রোফোন রেখে চলে যায়। পরে সুন্নত নামাজ শেষে ভাঙচুরের শব্দ শুনে গিয়ে দেখি অনেক ছেলেপেলে সেখানে ভাঙচুর করছে। কিন্তু এ ঘটনার সাথে মসজিদের কোনো লোক ও মুসল্লিদের সম্পৃক্ততা নেই।”

বাজারের ব্যবসায়ী আলম বলেন, “আমি বাজারের ব্যবসায়ী হয়ে কোনো দিন এই গনি মিয়ার আস্তানায় অসামাজিক কোন কার্যকলাপ হতে দেখিনি। এটি উদ্দেশ্যমূলকভাবে ভাঙা হয়েছে। কাজটি খুবই খারাপ হয়েছে। বাজারের লোক হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিচার চাই।”

সুতিয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আলীমুল আজিম বলেন, বাজারের ব্যবসায়ী সমিতির কাছ থেকে অনুমতি নিয়েই এই খানকা শরীফের কার্যক্রম চলছিল। অসামাজিক কোন কার্যক্রমের কিছু তারা দেখেননি। তিনি বলেন, “তেমন কিছু হলে সমিতির পক্ষ থেকেই বন্ধ করে দেয়া হতো। কিন্তু হঠাৎ গত জুমার নামাজ শেষে যে কায়দায় কাজটি করা হয়েছে, তাতে বাজারের ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পরেছেন।”

সরেজমিনে গতকাল খানকা শরিফ ঘুরে মসজিদের মাইকে ঘোষণাকারী তানভীরের বাড়ি গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় এক বৃদ্ধা তানভীরের দাদি পরিচয় দিয়ে বলেন, সকালেও তানভীর বাড়িতে ছিল। কিন্তু এখন তানভীরসহ তার বাবা-মা কেউ বাড়িতে নেই। এক প্রশ্নে তিনি বলেন, “গতকাল বাজারে মাজার ভাঙচুর করা হয়েছে শুনেছি। এখানে আমার নাতি ছিলো কিনা বলতে পারি না।” তিনি ছেলে ও নাতির মোবাইল নম্বর দিতে পারেননি।

বাড়ি থেকে বের হওয়ার সময় রিকশা থেকে নেমে স্থানীয় দুই তরুণ এই প্রতিবেদকের সাথে কথা বলতে চান। তাদের মধ্যে উচ্চমাধ্যমিকে পড়া এক তরুণ বলেন, “আমরা দুই মাস ধরে এটি ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দুই-তিনবার সেখান গেলে সিনিয়রদের বাঁধায় ভাঙা হয়নি। পরে গতকাল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভাঙচুর করেছি। বাজারের মধ্যে গভীর রাত পর্যন্ত গানবাজনার কারণে আশপাশের মানুষ ঘুমাতে পারে না। পাশে মসজিদ আছে। সেসব কারণে এটি ভেঙে দিয়েছি। তবে সেখান থেকে আমাদের কেউ পাঁচটি টাকাও আনেনি।’

সজীব আহমেদ নামে আরেক তরুণের দাবী, “এটি ভাঙার কারণ রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত গান বাজনার সাথে মদ, গাঁজাসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতো। সেখানে আওয়ামী লীগের আমল থেকে মাদক ব্যবসা চলছে। এলাকার যুবসমাজ মেনে নিতে না পারায় ভাঙচুর করেছে। অনেক দিন ধরে তাদের বললেও কাজ হয়নি। সবাই ক্ষিপ্ত হয়ে ভেঙেছে। আগেও দুবার ভাঙার জন্য প্রশাসনের কাছে কাগজ পাঠানো হয়।”

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, “এলাকাটিতে দীর্ঘদিন ধরে একটি পীরের আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন রকমের কার্যকলাপ হয়, যা স্থানীয় সাধারণ মানুষের পছন্দ হচ্ছিল না। গতকাল এই আস্তানাটি ভাঙার খবর পাই। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এ ব্যাপারে কোতয়ালী থানাায় ৫০/৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের ধরতে আমরা কাজ করছি।”

গতকাল কোতয়ালী মডেল থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, এ মামলায় জড়িত দুই আসামীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের অভিযান অব্যাহত আছে।

পোষ্য কোটায় উপাচার্যের কন্যাসহ মোট তিনজন ববিতে ভর্তি

পুলিশ দেখে পুকুরে লাফ দেয়া যুবকের মরদেহ উদ্ধার

ছবি

চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের দণ্ড

ছবি

যশোর ও খুলনার ভবদহে ৫ নদী পুনঃখনন, সমঝোতা স্মারক সই

ছবি

লালপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নেই ডাক্তার, ওষুধ

ছবি

যে গ্রামে সবাই পাট চাষি

ছবি

মেহেদীবাগে ১৯৯৭ সালের সিটি কলেজ ছাত্রলীগ নেতা হত্যার মামলায় পাঁচ আসামি খালাস

ছবি

সাটুরিয়ায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমান আদালতে

ছবি

আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের মধ্যেই

ছবি

ঝালকাঠিতে চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

ছবি

শেরপুরে প্রায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

ছবি

ঝালকাঠিতে চলছে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট

ছবি

নোয়াখালীতে হাসপাতালে যৌথ অভিযানে ৭ দালালকে সাজা

ছবি

কোলাহাটে গর্ভবতী গাভীর মাংস বিক্রি করলো কসাই

ছবি

লৌহজংয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ছবি

ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিকে অপারেশন জীবন-মৃত্যুর লড়াইয়ে আনোয়ারা বেগম

ছবি

ফাইল অনুমোদনে বাধা, প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা রাষ্ট্র ও সরকারের: চট্টগ্রাম সিটি মেয়র

ছবি

টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ফায়ার সার্ভিসের চার কর্মী

ছবি

দুমকিতে চলাচলের রাস্তায় অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

ছবি

সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের ৫৮২টি নথি পেয়েছে দুদক

ছবি

চুনারুঘাটে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ছবি

নারীকে খুনের মামলায় ‘পালিত নাতি’ কারাগারে

ছবি

সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৪ জন উদ্ধার, অস্ত্রসহ আটক ৩ পাচারকারী

ছবি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চুনারুঘাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক

ছবি

বাস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ

ছবি

গজারিয়ায় ক্রমবর্ধমান হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

ছবি

চট্টগ্রামে বাজারগুলোতে ভরপুর সবুজ সবজি, কেজিতে কমেছে ১০ টাকা

ছবি

চাঁদপুরে সুদিন ফেরাতে সরকারি পৃষ্ঠপোষকতা চায় আখ চাষীরা

ছবি

বজ্রপাতে জেলের মৃত্যু

ছবি

গৌরনদীতে মোটরসাইকেল আরোহী নিহত

ছবি

চুনারুঘাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক

ছবি

পারমিটবিহীন ইজিবাইক অটোরিকশার দৌরাত্ম্য

ছবি

মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে তরপুরচন্ডীর গ্রামীণ সড়ক

ছবি

পটুয়াখালী ইপিজেড : ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার

tab

ময়মনসিংহে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ খানকা ভাঙচুর, থানায় মামলা, আটক দুই

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

https://sangbad.net.bd/images/2025/September/22Sep25/news/IMG-20250922-WA0030.jpg

‘অসামাজিক কার্যকলাপ’ চালানোর অভিযোগ তুলে গত শুক্রবার জুম্মার নামজের পরে একদল যুবক ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি বাজারে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভেঙে গুড়িয়ে দিয়েছে।

তবে এলাকাবাসী ও বাজার কমিটির লোকজন জানিয়েছেন সেখানে কোনো ‘অসামাজিক কার্যকলাপ হতো না’। খানকা পরিচালনাকারীরাও বলছেন এখানে কোন ‘অসামাজিক’ কাজ হয় না।

সেখানে প্রতি শুক্রবার রাতে মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হতো। আর রাতে সামা কাওয়ালী গান হতো।

দুই মাস আগে থেকে এ খানকা ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে সম্পৃক্ত কয়েকজন যুবকের কথায় জানা গেল। হামলাকারীরা বলছেন গান-বাজনা, ‘মাদকসেবনসহ’ রাতভর বিভিন্ন ‘অসামাজিক’ কার্যকলাপের কারনেই এটা ভেঙে দেয়া হয়েছে।

https://sangbad.net.bd/images/2025/September/22Sep25/news/IMG-20250922-WA0031.jpg

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফে’ সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘর-দরজা ভেঙে, কুপিয়ে তছনছ করা হয়েছে টিন শেডের এই দরবার শরীফ। ভেঙে ফেলা হয়েছে একতারা, হারমোনিয়াম, সরাজ, ঢোল, মন্দিরাসহ সব বাদ্যযন্ত্র। বাইরে পরে আছে ভাঙা সাউন্ডবক্স। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বেহালা।

স্থানীয় বাসিন্দা উসমান গণি ফকির প্রায় ১৮ বছর আগে বাজারের এক পাশে সরকারি জমিতে একটি ঘর করে সেখানে ‘অষ্টগুরু সামাদ পাগলার’ শিষ্যত্ব বরণ করে এই খানকা গড়ে তোলেন। এখানে নিজের ভক্তদের নিয়ে আড্ডা দিতেন উমসান গণি ফকির। স্থানীয় লোকজন এটিকে গণি ফকিরের আস্তানা নামে জানে। সম্প্রতি ‘অসামাজিক কার্যকলাপের’ আখ্যা দিয়ে এটি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিলেন একদল স্থানীয় যুবক।

দায়রা শরিফের খাদেম উসমান গণি ফকির বলেন, “গত জুমার নামাজের সময় কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় খানকায় ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। ঘর-দরজা ভেঙে, কুপিয়ে তছনছ করেছে, সাউন্ডবক্সের সেট নিয়ে গেছে। এখানে প্রায় সাড়ে ১৭ বছর ধরে আস্তানা আছে। খাজা বাবার দায়রা শরিফে মিলাদ হতো, গানবাজনা হতো। কিন্তু কোনো কিছু না বলে হঠাৎ আজ ভেঙে দেয়া হয়। প্রতি শুক্রবার এখানে অনেক লোক এসে মিলাদ পড়ে। জিকির শেষে সামা কাওয়ালি গান হয়।”

তিনি শুনেছেন মসজিদে ঘোষণা দিয়ে হামলা করা হয়। কী কারণে হামলা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। “বাজারের ইজারাদারদের কোনো অভিযোগ ছিল না। মসজিদ কমিটিও কোনো দিন কিছু বলেনি। এখন আমি ও আমার সহযোগীরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি।” থানায় অভিযোগ দিয়েছেলে বলে জানান তিনি।

খানকা শরিফ থেকে সুতিয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দূরত্ব ৫০ গজের মতো। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ইমাম মুসল্লিদের কাছ থেকে টাকা তুলতে মাইকে কথা বলছিলেন। এ সময় ইমামের কাছ থেকে মাইক নিয়ে খানকা ভাঙার ঘোষণা দেন স্থানীয় রুবেল মিয়ার ১৯ বছর বয়সী ছেলে মো. তানভীর।

মসজিদের মোয়াজ্জিন নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছেলেটি হুজুরের কাছ থেকে মাইক নিয়ে বলতে থাকে — ‘গনি মিয়ার মাজারটি আমরা ভাঙতে চাই। এখানে নষ্টামি হয়’ — এই বলে মাইক্রোফোন রেখে চলে যায়। পরে সুন্নত নামাজ শেষে ভাঙচুরের শব্দ শুনে গিয়ে দেখি অনেক ছেলেপেলে সেখানে ভাঙচুর করছে। কিন্তু এ ঘটনার সাথে মসজিদের কোনো লোক ও মুসল্লিদের সম্পৃক্ততা নেই।”

বাজারের ব্যবসায়ী আলম বলেন, “আমি বাজারের ব্যবসায়ী হয়ে কোনো দিন এই গনি মিয়ার আস্তানায় অসামাজিক কোন কার্যকলাপ হতে দেখিনি। এটি উদ্দেশ্যমূলকভাবে ভাঙা হয়েছে। কাজটি খুবই খারাপ হয়েছে। বাজারের লোক হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিচার চাই।”

সুতিয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আলীমুল আজিম বলেন, বাজারের ব্যবসায়ী সমিতির কাছ থেকে অনুমতি নিয়েই এই খানকা শরীফের কার্যক্রম চলছিল। অসামাজিক কোন কার্যক্রমের কিছু তারা দেখেননি। তিনি বলেন, “তেমন কিছু হলে সমিতির পক্ষ থেকেই বন্ধ করে দেয়া হতো। কিন্তু হঠাৎ গত জুমার নামাজ শেষে যে কায়দায় কাজটি করা হয়েছে, তাতে বাজারের ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পরেছেন।”

সরেজমিনে গতকাল খানকা শরিফ ঘুরে মসজিদের মাইকে ঘোষণাকারী তানভীরের বাড়ি গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় এক বৃদ্ধা তানভীরের দাদি পরিচয় দিয়ে বলেন, সকালেও তানভীর বাড়িতে ছিল। কিন্তু এখন তানভীরসহ তার বাবা-মা কেউ বাড়িতে নেই। এক প্রশ্নে তিনি বলেন, “গতকাল বাজারে মাজার ভাঙচুর করা হয়েছে শুনেছি। এখানে আমার নাতি ছিলো কিনা বলতে পারি না।” তিনি ছেলে ও নাতির মোবাইল নম্বর দিতে পারেননি।

বাড়ি থেকে বের হওয়ার সময় রিকশা থেকে নেমে স্থানীয় দুই তরুণ এই প্রতিবেদকের সাথে কথা বলতে চান। তাদের মধ্যে উচ্চমাধ্যমিকে পড়া এক তরুণ বলেন, “আমরা দুই মাস ধরে এটি ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দুই-তিনবার সেখান গেলে সিনিয়রদের বাঁধায় ভাঙা হয়নি। পরে গতকাল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভাঙচুর করেছি। বাজারের মধ্যে গভীর রাত পর্যন্ত গানবাজনার কারণে আশপাশের মানুষ ঘুমাতে পারে না। পাশে মসজিদ আছে। সেসব কারণে এটি ভেঙে দিয়েছি। তবে সেখান থেকে আমাদের কেউ পাঁচটি টাকাও আনেনি।’

সজীব আহমেদ নামে আরেক তরুণের দাবী, “এটি ভাঙার কারণ রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত গান বাজনার সাথে মদ, গাঁজাসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতো। সেখানে আওয়ামী লীগের আমল থেকে মাদক ব্যবসা চলছে। এলাকার যুবসমাজ মেনে নিতে না পারায় ভাঙচুর করেছে। অনেক দিন ধরে তাদের বললেও কাজ হয়নি। সবাই ক্ষিপ্ত হয়ে ভেঙেছে। আগেও দুবার ভাঙার জন্য প্রশাসনের কাছে কাগজ পাঠানো হয়।”

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, “এলাকাটিতে দীর্ঘদিন ধরে একটি পীরের আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন রকমের কার্যকলাপ হয়, যা স্থানীয় সাধারণ মানুষের পছন্দ হচ্ছিল না। গতকাল এই আস্তানাটি ভাঙার খবর পাই। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এ ব্যাপারে কোতয়ালী থানাায় ৫০/৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের ধরতে আমরা কাজ করছি।”

গতকাল কোতয়ালী মডেল থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, এ মামলায় জড়িত দুই আসামীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের অভিযান অব্যাহত আছে।

back to top