ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকার যাত্রাবাড়ীতে এক নারীকে খুনের মামলায় ‘পালিত নাতিকে’ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শেখ মো. নজরুল ইসলাম সোমবার,(২২ সেপ্টেম্বর ২০২৫) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জি. এম. ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মামলার বিবরণী অনুযায়ী, ১৯৯০ সাল থেকে হাসিনা বেগম নামের ওই নারী যাত্রাবাড়ীর ধলপুরে সিটি পল্লীর (সরকারি বরাদ্দ) টিনশেড বাসায় একাই থাকতেন। তার স্বামী নুরুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তাদের এক মেয়ে আছে। তিনি বিবাহিত, গ্রামের বাড়িতে থাকেন। মামলার আসামি সাজেদুল ওই নারীকে নানী ডাকতো।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার যাত্রাবাড়ীতে এক নারীকে খুনের মামলায় ‘পালিত নাতিকে’ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শেখ মো. নজরুল ইসলাম সোমবার,(২২ সেপ্টেম্বর ২০২৫) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জি. এম. ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মামলার বিবরণী অনুযায়ী, ১৯৯০ সাল থেকে হাসিনা বেগম নামের ওই নারী যাত্রাবাড়ীর ধলপুরে সিটি পল্লীর (সরকারি বরাদ্দ) টিনশেড বাসায় একাই থাকতেন। তার স্বামী নুরুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তাদের এক মেয়ে আছে। তিনি বিবাহিত, গ্রামের বাড়িতে থাকেন। মামলার আসামি সাজেদুল ওই নারীকে নানী ডাকতো।