মানিকগঞ্জের সাটুরিয়ার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে তালিকার চেয়ে ‘বেশী দামে’ সার বিক্রি করার কারণে এক ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ বলেন, উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারের ‘ভাই ভাই এন্টারপ্রাইজের’ স্বত্বাধিকারী মো. সানোয়ার হোসেনকে বারবার সতর্ক করার পরেও তিনি অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জাতের সবজি বীজ বিক্রি করছিলেন।’
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জান্না বাজারের সার ব্যবসায়ী ‘ভাই ভাই এন্টারপ্রাইজের’ স্বত্বাধিকারী মো. সানোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে উপসহকারী কৃষি কর্মকর্তা, আনসার বাহিনীসহ সাটুরিয়া থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জের সাটুরিয়ার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে তালিকার চেয়ে ‘বেশী দামে’ সার বিক্রি করার কারণে এক ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ বলেন, উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারের ‘ভাই ভাই এন্টারপ্রাইজের’ স্বত্বাধিকারী মো. সানোয়ার হোসেনকে বারবার সতর্ক করার পরেও তিনি অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জাতের সবজি বীজ বিক্রি করছিলেন।’
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জান্না বাজারের সার ব্যবসায়ী ‘ভাই ভাই এন্টারপ্রাইজের’ স্বত্বাধিকারী মো. সানোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে উপসহকারী কৃষি কর্মকর্তা, আনসার বাহিনীসহ সাটুরিয়া থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন।