চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশ দেখে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন। মাসুদ রানা ওই এলাকার নেছার আহমেদের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌঁড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি। সোমবার, সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বন্দর থানাধীন ডেবার পাড় এলাকায় কিছু যুবক বসে তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন পানি থেকে উঠতে পারলেও একজন উঠতে পারেননি। সোমবার, সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশ দেখে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন। মাসুদ রানা ওই এলাকার নেছার আহমেদের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌঁড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি। সোমবার, সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বন্দর থানাধীন ডেবার পাড় এলাকায় কিছু যুবক বসে তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন পানি থেকে উঠতে পারলেও একজন উঠতে পারেননি। সোমবার, সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।