ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
একজন নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে একটি সমাজকে বদলে দিতে, এমনকি একটি দেশকেও। অবসরোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রাশেদুজ্জামান। শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীর চরিত্র গঠনকে অগ্রাধিকার দিয়েই দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন এই শিক্ষাবিদ। গত মঙ্গলবার কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে জিপিএ ফাইভের দরকার নেই, দরকার এমন শিক্ষার্থী যারা সততা, মানবিকতা ও নৈতিকতার আলোয় সমাজ ও দেশকে আলোকিত করবে। অনুষ্ঠানে সংবর্ধিত হন মনোবিজ্ঞান বিভাগের মো. মফিজুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মতিউর রহমান, রসায়ন বিভাগের হোসনেয়ারা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মনির হোসেন, ইংরেজি বিভাগের মো. সোলায়মান আলী এবং অফিস সহায়ক জাহানারা বেগম এবং তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. রাশেদুজ্জামান।
প্রধান অতিথি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, নৈতিক শিক্ষা মানে একজন মানুষকে সহজ-সরলভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ভালো মানুষ ছাড়া পরিবার, সমাজ কিংবা দেশ এগোতে পারে না।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. সিরাজ উদ্দিন ভূঁইয়া।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
একজন নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে একটি সমাজকে বদলে দিতে, এমনকি একটি দেশকেও। অবসরোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রাশেদুজ্জামান। শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীর চরিত্র গঠনকে অগ্রাধিকার দিয়েই দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন এই শিক্ষাবিদ। গত মঙ্গলবার কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে জিপিএ ফাইভের দরকার নেই, দরকার এমন শিক্ষার্থী যারা সততা, মানবিকতা ও নৈতিকতার আলোয় সমাজ ও দেশকে আলোকিত করবে। অনুষ্ঠানে সংবর্ধিত হন মনোবিজ্ঞান বিভাগের মো. মফিজুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মতিউর রহমান, রসায়ন বিভাগের হোসনেয়ারা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মনির হোসেন, ইংরেজি বিভাগের মো. সোলায়মান আলী এবং অফিস সহায়ক জাহানারা বেগম এবং তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. রাশেদুজ্জামান।
প্রধান অতিথি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, নৈতিক শিক্ষা মানে একজন মানুষকে সহজ-সরলভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ভালো মানুষ ছাড়া পরিবার, সমাজ কিংবা দেশ এগোতে পারে না।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. সিরাজ উদ্দিন ভূঁইয়া।