ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা দায়িদের গ্রেপ্তার দাবিতে বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে গনমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে অপহরণ ও হামলাকারীদের তিনদিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা। সমাবেশ চলা কালে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলী এসে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকীদেও বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এতে রংপুর সাংবাদি ইউনিয়ন- আরপিইউজে, প্রেস ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব , রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনসহ দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুক্তভোগি সাংবাদিক লিয়াকত আলী বাদল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক। ঘেরাও কর্মসূচি থেকে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়। দৈনিক সংবাদ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে তাঁর করা একটি প্রতিবেদনের জেরে গেলো ২১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে নগরীর কাচারীবাজার থেকে ‘জুলাই যোদ্ধার পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী অপহরণ করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজ করার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে নির্যাতন ও গালিগালাজ করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা দায়িদের গ্রেপ্তার দাবিতে বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে গনমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে অপহরণ ও হামলাকারীদের তিনদিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা। সমাবেশ চলা কালে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলী এসে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকীদেও বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এতে রংপুর সাংবাদি ইউনিয়ন- আরপিইউজে, প্রেস ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব , রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনসহ দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুক্তভোগি সাংবাদিক লিয়াকত আলী বাদল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক। ঘেরাও কর্মসূচি থেকে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়। দৈনিক সংবাদ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে তাঁর করা একটি প্রতিবেদনের জেরে গেলো ২১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে নগরীর কাচারীবাজার থেকে ‘জুলাই যোদ্ধার পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী অপহরণ করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজ করার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে নির্যাতন ও গালিগালাজ করা হয়।