ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, গত সোমবার দুপুরে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের কৃষি শিক্ষক রফিকুল ইসলাম শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা শিক্ষক রফিকুল ইসলামের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়ে দ্রুত বিচার দাবি জানান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক জানান, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে আমি শিক্ষক রফিকুল ইসলামকে শোকজ করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে কিংবা লিখিত অভিযোগ এলে আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করব।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা ছাত্রীর অভিভাবকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
এদিকে, স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের নিরাপদ জায়গা, সেখানে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে শিক্ষার্থীদের পড়াশোনা ও মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়বে। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, গত সোমবার দুপুরে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের কৃষি শিক্ষক রফিকুল ইসলাম শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা শিক্ষক রফিকুল ইসলামের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়ে দ্রুত বিচার দাবি জানান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক জানান, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে আমি শিক্ষক রফিকুল ইসলামকে শোকজ করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে কিংবা লিখিত অভিযোগ এলে আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করব।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা ছাত্রীর অভিভাবকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
এদিকে, স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের নিরাপদ জায়গা, সেখানে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে শিক্ষার্থীদের পড়াশোনা ও মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়বে। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।