ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইতালিতে মাদারীপুর জেলার রাজৈরের যুবক সাগর বালা (২২) ওরফে অভির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। অভির মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। নিহত সাগর বালা অভি রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, আড়াই বছর আগে ধারদেনা করে ভাগ্যের চাকা ঘুরাতে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর বালা। গত দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সাগর। পরে গত মঙ্গলবার ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খন্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবার জানিয়েছে, ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে। পরে একটি কালো ব্যাগে তার মরদেহ লুকিয়ে রাখে হত্যাকারী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে হত্যাকান্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাসিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নিহতের বাবা কুমোদ বালা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ইতালিতে মাদারীপুর জেলার রাজৈরের যুবক সাগর বালা (২২) ওরফে অভির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। অভির মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। নিহত সাগর বালা অভি রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, আড়াই বছর আগে ধারদেনা করে ভাগ্যের চাকা ঘুরাতে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর বালা। গত দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সাগর। পরে গত মঙ্গলবার ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খন্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবার জানিয়েছে, ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে। পরে একটি কালো ব্যাগে তার মরদেহ লুকিয়ে রাখে হত্যাকারী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে হত্যাকান্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাসিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নিহতের বাবা কুমোদ বালা।