রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা “মিনি ম্যারাথন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় নারী ও পুরুষ বিভাগে আলাদা করে প্রতিযোগিতা শুরু হয়। তরুণ প্রজন্মকে শরীরচর্চায় উৎসাহিত করা এবং তারুণ্যের শক্তি উদযাপনকে কেন্দ্র করে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সদর উপজেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এসময় পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর দূরপাল্লার এই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে রাস্তার দুইপাশে ভিড় করেন হাজারো দর্শক।
মিনি ম্যারাথন শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। পুরুষ বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী মোঃ মারুফ শিকদার চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের রবিউল কাজী রানার আপ হন। নারী বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী আলপনা খাতুন চ্যাম্পিয়ন এবং ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার রানার আপের গৌরব অর্জন করেন।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা “মিনি ম্যারাথন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় নারী ও পুরুষ বিভাগে আলাদা করে প্রতিযোগিতা শুরু হয়। তরুণ প্রজন্মকে শরীরচর্চায় উৎসাহিত করা এবং তারুণ্যের শক্তি উদযাপনকে কেন্দ্র করে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সদর উপজেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এসময় পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর দূরপাল্লার এই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে রাস্তার দুইপাশে ভিড় করেন হাজারো দর্শক।
মিনি ম্যারাথন শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। পুরুষ বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী মোঃ মারুফ শিকদার চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের রবিউল কাজী রানার আপ হন। নারী বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী আলপনা খাতুন চ্যাম্পিয়ন এবং ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার রানার আপের গৌরব অর্জন করেন।