টাঙ্গাইল : গাছে বেধে নারী নির্যাতন -সংবাদ
টাঙ্গাইলের সখীপুরে একটা নারীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রোজিনা (৩০) একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়ে তাদের। বিয়ের পরে রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতেও যায়। কিন্তু বিয়ের পরে রশিদ স্ত্রীর মর্যাদা না দিয়ে রোজিনাকে অস্বীকার করে।
গতকাল বৃহস্পতিবার বিকালে রোজিনা স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ এবং রশিদের বাবাসহ বাড়ির অন্যান্য লোকজন মিলে মধ্যযোগীয় কায়দায় রোজিনাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন করে। এতে রোজিনা গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে রোজিনার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রশিদ ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল : গাছে বেধে নারী নির্যাতন -সংবাদ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
টাঙ্গাইলের সখীপুরে একটা নারীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রোজিনা (৩০) একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়ে তাদের। বিয়ের পরে রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতেও যায়। কিন্তু বিয়ের পরে রশিদ স্ত্রীর মর্যাদা না দিয়ে রোজিনাকে অস্বীকার করে।
গতকাল বৃহস্পতিবার বিকালে রোজিনা স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ এবং রশিদের বাবাসহ বাড়ির অন্যান্য লোকজন মিলে মধ্যযোগীয় কায়দায় রোজিনাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন করে। এতে রোজিনা গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে রোজিনার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রশিদ ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।