ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ মুহূর্তে যে গুরুদায়িত্ব কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার,(২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজনে, দ্যা ব্যালট ও ড্রিপ প্রকল্পের সহযোগিতায় এবং জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। প্রলুদ্ধ করার জন্য অনেকেই এগিয়ে আসবে, সেখান থেকে সাবধান থাকতে হবে। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রে প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার উদ্ভব হবে। দুষ্ট চক্র নির্বাচনকে কুলষিত করার জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়াবে। এসব থেকে সাবধান থাকতে হবে। তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে পর্যবেক্ষক হিসেবে সাংবাদিকরা ভোট কেন্দ্রে যাবেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ভোট কেন্দ্রের ৪’শ গজের মধ্যে কোনভাবে নির্বাচনী প্রচারণা কেউ চালাতে না পারে তা শক্ত হাতে দমন করতে হবে। আইন আপনাদের যথেষ্ট ক্ষমতা দিয়েছে। এছাড়া নির্বাচনের আইনশৃংখলা রক্ষার্থে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। জুলাই-আগস্টের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চ.দা) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ মুহূর্তে যে গুরুদায়িত্ব কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার,(২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজনে, দ্যা ব্যালট ও ড্রিপ প্রকল্পের সহযোগিতায় এবং জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। প্রলুদ্ধ করার জন্য অনেকেই এগিয়ে আসবে, সেখান থেকে সাবধান থাকতে হবে। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রে প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার উদ্ভব হবে। দুষ্ট চক্র নির্বাচনকে কুলষিত করার জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়াবে। এসব থেকে সাবধান থাকতে হবে। তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে পর্যবেক্ষক হিসেবে সাংবাদিকরা ভোট কেন্দ্রে যাবেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ভোট কেন্দ্রের ৪’শ গজের মধ্যে কোনভাবে নির্বাচনী প্রচারণা কেউ চালাতে না পারে তা শক্ত হাতে দমন করতে হবে। আইন আপনাদের যথেষ্ট ক্ষমতা দিয়েছে। এছাড়া নির্বাচনের আইনশৃংখলা রক্ষার্থে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। জুলাই-আগস্টের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চ.দা) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।