ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গাড়ি চাপায় শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রণির ছাত্রী শ্রাবন্তি নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
আনুমানিক সকাল সাড়ে সাতটায় শ্রাবন্তি স্কুলে আসার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্হলেই সে মারা যায়। শ্রাবন্তি গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে। বিক্ষুব্দ শিক্ষার্থীদের সাথে প্রাথমিক আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিক্ষার্থী চাপা দেয়।
দুর্ঘটনার পরপর মহাসড়ক সড়ক অবরোধের কারণে প্রায় দুইঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম জানান, গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যার বিচার ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তাদের শিক্ষা প্রতিষ্ঠাণের সামনের মহাসড়কে ফুটওভার সেতু নির্মাণকরাসহ কয়েকটি দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের যৌক্তিক দাবী পূরণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
গজারিয়া সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও দায়িত্বশীল সেনা কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে কলেজে কর্তৃপক্ষের মধ্যে একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। শ্রাবন্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গাড়ি চাপায় শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রণির ছাত্রী শ্রাবন্তি নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
আনুমানিক সকাল সাড়ে সাতটায় শ্রাবন্তি স্কুলে আসার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্হলেই সে মারা যায়। শ্রাবন্তি গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে। বিক্ষুব্দ শিক্ষার্থীদের সাথে প্রাথমিক আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিক্ষার্থী চাপা দেয়।
দুর্ঘটনার পরপর মহাসড়ক সড়ক অবরোধের কারণে প্রায় দুইঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম জানান, গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যার বিচার ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তাদের শিক্ষা প্রতিষ্ঠাণের সামনের মহাসড়কে ফুটওভার সেতু নির্মাণকরাসহ কয়েকটি দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের যৌক্তিক দাবী পূরণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
গজারিয়া সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও দায়িত্বশীল সেনা কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে কলেজে কর্তৃপক্ষের মধ্যে একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। শ্রাবন্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।