পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা বাজারে একটি দোকানের সামনে থেকে চুরি হওয়া পানির মোটরসহ চোরকে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার পীরতলা বাজারের ‘আকন ইলেকট্রনিক অ্যান্ড সার্ভিসিং দোকানের সামনে থেকে এক অটোচালক পানির মোটর চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক মিজানুর রহমান দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করেন। গত শুক্রবার বিকেলে তিনি কৌশলে উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার এলাকা থেকে ওই অটোরিকশাটিকে রিজার্ভ ভাড়ার কথা বলে পীরতলা বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে গাড়ির প্রকৃত মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শনাক্তকৃত চোরকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় পীরতলা বাজারের প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এমন ঘটনা রোধে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টদের ধারণা।
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা বাজারে একটি দোকানের সামনে থেকে চুরি হওয়া পানির মোটরসহ চোরকে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার পীরতলা বাজারের ‘আকন ইলেকট্রনিক অ্যান্ড সার্ভিসিং দোকানের সামনে থেকে এক অটোচালক পানির মোটর চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক মিজানুর রহমান দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করেন। গত শুক্রবার বিকেলে তিনি কৌশলে উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার এলাকা থেকে ওই অটোরিকশাটিকে রিজার্ভ ভাড়ার কথা বলে পীরতলা বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে গাড়ির প্রকৃত মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শনাক্তকৃত চোরকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় পীরতলা বাজারের প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এমন ঘটনা রোধে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টদের ধারণা।