গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
গতকাল শনিবার রোদ্রজ্জ্বল বিকেলে আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে উপচে পড়ে জনতার ঢল। শিশু, কিশোর,তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবাই উৎসবের আনন্দে মেতে ওঠেন।
প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ‘বাংলার টাইগার’ ‘জলপরি সহ বাহারি নামের নানারকম ১০টি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে ভেসে আসে আবহমান গ্রামবাংলার চিরায়ত গান আর ঢোলের বাজনার সুর। দর্শকেরা নদীর তীরে নাচে-গানে উৎসাহ জুগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল ও সমাজসেবী ইদ্রিস খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে বলে জানিছেন আয়োজকরা।
এদিকে উৎসবকে ঘিরে নদীর দক্ষিণ ও পূর্ব পাড়ে বসে গ্রামীণ মেলা। স্থানীয়রা নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেন। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এ আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, হয়ে ওঠে এক মিলনমেলা।
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
গতকাল শনিবার রোদ্রজ্জ্বল বিকেলে আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে উপচে পড়ে জনতার ঢল। শিশু, কিশোর,তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবাই উৎসবের আনন্দে মেতে ওঠেন।
প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ‘বাংলার টাইগার’ ‘জলপরি সহ বাহারি নামের নানারকম ১০টি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে ভেসে আসে আবহমান গ্রামবাংলার চিরায়ত গান আর ঢোলের বাজনার সুর। দর্শকেরা নদীর তীরে নাচে-গানে উৎসাহ জুগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল ও সমাজসেবী ইদ্রিস খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে বলে জানিছেন আয়োজকরা।
এদিকে উৎসবকে ঘিরে নদীর দক্ষিণ ও পূর্ব পাড়ে বসে গ্রামীণ মেলা। স্থানীয়রা নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেন। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এ আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, হয়ে ওঠে এক মিলনমেলা।