গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী বাস চাপায় নিহতের ঘটনায় সহপাঠীদের মানববন্ধন -সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী গাড়ি চাপায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রাবন্তি নিহতের ঘটনায় গজারিয়া থানায় মামলা (নং-২১) রুজু হয়েছে।
রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল দশটার দিকে শ্রাবন্তির ঘাতক গাড়ির চালক ও সহকারীকে গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদিকে গতকাল শনিবার রাতে নিহত শিক্ষার্থী শ্রাবন্তি আক্তারের মা লিপি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী ঘাতক বাসটি ভবেরচর এলাকার একটি রেস্তোরার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছ, মামলার আসামী অজ্ঞাত চালক ও চালকের সহকারী পলাতক রয়েছ, তাদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
মামলা এজাহার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তি আক্তারকে (১৪) কলেজের সামনের মহাসড়কে চাপা দিয়ে গুরুতর আহত করে কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। আহত শিক্ষার্থীকে উদ্বার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনের জানালার কাঁচ ভাঙচুর করে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী বাস চাপায় নিহতের ঘটনায় সহপাঠীদের মানববন্ধন -সংবাদ
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী গাড়ি চাপায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রাবন্তি নিহতের ঘটনায় গজারিয়া থানায় মামলা (নং-২১) রুজু হয়েছে।
রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল দশটার দিকে শ্রাবন্তির ঘাতক গাড়ির চালক ও সহকারীকে গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদিকে গতকাল শনিবার রাতে নিহত শিক্ষার্থী শ্রাবন্তি আক্তারের মা লিপি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী ঘাতক বাসটি ভবেরচর এলাকার একটি রেস্তোরার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছ, মামলার আসামী অজ্ঞাত চালক ও চালকের সহকারী পলাতক রয়েছ, তাদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
মামলা এজাহার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তি আক্তারকে (১৪) কলেজের সামনের মহাসড়কে চাপা দিয়ে গুরুতর আহত করে কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। আহত শিক্ষার্থীকে উদ্বার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনের জানালার কাঁচ ভাঙচুর করে।