চাটখিলে প্রবাসীর জমি দখল করে দোকান নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে উপজেলার সাহাপুর উজির আলী ভূইয়া বাড়ির প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী লুৎফুর নাহার (৩২) গতকাল শনিবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড ধামালিয়ার মৃত আব্দুল হাই মাওলানার ছেলে আবুল বারাকাত (৪৮) সহ ৩ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড চাটখিল মৌজায় প্রবাসী ও তার স্ত্রী তারা ৩ দলিলে সাড়ে ২৩ শতাংশ সম্পত্তি খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ দখলে আছেন। প্রবাসীর স্ত্রী লুৎফুর নাহার বর্তমানে চট্টগ্রাম পাহাড়তলীতে বসবাস করে আসছেন। তার অনুপস্থিতিতে গত শুক্রবার সকালে আবুল বারাকাতসহ বিবাদীরা তাদের সম্পত্তির কিছু অংশ দখল করে দোকান ঘর নির্মাণ ও বিল্ডিং স্থাপনার কাজ শুরু করে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে আবুল বারাকাতের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা প্রবাসীর কোন সম্পত্তি দখল করেননি। গত বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা যুগ্ম জজ আদালত তাদেরকে সম্পত্তি দখল বুঝিয়ে দিয়েছেন। তারা সেই সম্পত্তিতে কাজ করছেন।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
চাটখিলে প্রবাসীর জমি দখল করে দোকান নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে উপজেলার সাহাপুর উজির আলী ভূইয়া বাড়ির প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী লুৎফুর নাহার (৩২) গতকাল শনিবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড ধামালিয়ার মৃত আব্দুল হাই মাওলানার ছেলে আবুল বারাকাত (৪৮) সহ ৩ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড চাটখিল মৌজায় প্রবাসী ও তার স্ত্রী তারা ৩ দলিলে সাড়ে ২৩ শতাংশ সম্পত্তি খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ দখলে আছেন। প্রবাসীর স্ত্রী লুৎফুর নাহার বর্তমানে চট্টগ্রাম পাহাড়তলীতে বসবাস করে আসছেন। তার অনুপস্থিতিতে গত শুক্রবার সকালে আবুল বারাকাতসহ বিবাদীরা তাদের সম্পত্তির কিছু অংশ দখল করে দোকান ঘর নির্মাণ ও বিল্ডিং স্থাপনার কাজ শুরু করে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে আবুল বারাকাতের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা প্রবাসীর কোন সম্পত্তি দখল করেননি। গত বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা যুগ্ম জজ আদালত তাদেরকে সম্পত্তি দখল বুঝিয়ে দিয়েছেন। তারা সেই সম্পত্তিতে কাজ করছেন।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।