নেপাল দলের জয়োল্লাস
টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে নেপাল।
শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গতকাল শনিবার প্রথমটিতে ১৯ রানে জিতে নেপাল। তারা ১৪৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে আটকে দেয়। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যে কোনো সংস্করণে নেপালের প্রথম জয় এটিই। সেটাও এলো আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এশিয়ার এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেই।
সিরিজটিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উল্লেখ করেছিল ‘ঐতিহাসিক’ সিরিজ হিসেবে। যেখানে শুরুতেই অঘটনের শিকার হলো ক্যারিবিয়ানরা।
অনেকটা নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজ দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে চার জনের। এতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। ঐতিহাসিক এই জয় পেল তারা বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’র হাত ধরে।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই জয়ের নায়ক নেপালের অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাটিংয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস তিনি। বল হাতে তিন ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন এই স্পিনিং অলরাউন্ডার। ম্যাচসেরার স্বীকৃতি পান তিনিই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে কেবল একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল নেপাল। ২০২৩ সালে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১০১ রানে হেরেছিল তারা। এবার তারা পেল আজীবন মনে রাখার মতো এক জয়।
এখন সিরিজ জয়ের হাতছানিতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন রোহিত-ভুর্তেলরা।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল ১৪৮/৮ (রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭; আকিল ১/১৮, হোল্ডার ৪/২০, বিদেইসি ৩/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ ১২৯/৯ (জাঙ্গু ১৯, ওগিস ১৫, কার্টি ১৬, বিদেইসি ২২, অ্যালেন ১৯, আকিল ১৮; দিপেন্দ্রা ১/২০, কারান ১/১৭, নান্দান ১/৬, রাজবানশি ১/৬, রোহিত ১/২০, ভুর্তেল ২/১৭)।
ম্যাচসেরা: রোহিত পাউড়েল।নেপাল দলের জয়োল্লাস
নেপাল দলের জয়োল্লাস
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে নেপাল।
শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গতকাল শনিবার প্রথমটিতে ১৯ রানে জিতে নেপাল। তারা ১৪৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে আটকে দেয়। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যে কোনো সংস্করণে নেপালের প্রথম জয় এটিই। সেটাও এলো আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এশিয়ার এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেই।
সিরিজটিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উল্লেখ করেছিল ‘ঐতিহাসিক’ সিরিজ হিসেবে। যেখানে শুরুতেই অঘটনের শিকার হলো ক্যারিবিয়ানরা।
অনেকটা নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজ দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে চার জনের। এতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। ঐতিহাসিক এই জয় পেল তারা বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’র হাত ধরে।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই জয়ের নায়ক নেপালের অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাটিংয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস তিনি। বল হাতে তিন ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন এই স্পিনিং অলরাউন্ডার। ম্যাচসেরার স্বীকৃতি পান তিনিই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে কেবল একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল নেপাল। ২০২৩ সালে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১০১ রানে হেরেছিল তারা। এবার তারা পেল আজীবন মনে রাখার মতো এক জয়।
এখন সিরিজ জয়ের হাতছানিতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন রোহিত-ভুর্তেলরা।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল ১৪৮/৮ (রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭; আকিল ১/১৮, হোল্ডার ৪/২০, বিদেইসি ৩/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ ১২৯/৯ (জাঙ্গু ১৯, ওগিস ১৫, কার্টি ১৬, বিদেইসি ২২, অ্যালেন ১৯, আকিল ১৮; দিপেন্দ্রা ১/২০, কারান ১/১৭, নান্দান ১/৬, রাজবানশি ১/৬, রোহিত ১/২০, ভুর্তেল ২/১৭)।
ম্যাচসেরা: রোহিত পাউড়েল।নেপাল দলের জয়োল্লাস