নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন হাটে বাজারে অবাধে বিক্রি হচ্ছে কিটোসিস, খুরা ও ল্যাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন রোগে আক্রান্ত পশুর মাংস। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর রোগাক্রান্ত পশু জবায় করে বাজারে মাংস বিক্রি করেন ব্যবসায়ীরা। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে উপজেলার বিভিন্ন বাজারে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব মাংস খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।
জানা গেছে, উপজেলার পোরশা সদরের বাজার, নিতপুর বাজার, শিশা বাজার, গাঙ্গুরিয়া বাজার ও বিশেষ করে সারাইগাছী বাজারে প্রায় দিন ও রাতে বিক্রি করা হয় রোগাক্রান্ত পশু। রোগাক্রান্ত পশুর মধ্যে গরুর সংখাই বেশি।
অসুস্থ্য পশুগুলো বাইরে থেকে জবায় করে এনে বাজারের দোকানে স্বল্প মূল্যে বিক্রি করা হয়। বাজারগুলোতে অধিকাংশ সময়ই জনসম্মুখে পশু জবাই না করে গোপনে জবায় করা হয়ে থাকে। এতে মাংস কিনে প্রতারণার শিকার হন ক্রেতারা।
গতকাল রোববার দিবাগত রাতে কিটোসিস রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রি করা হচ্ছিল উপজেলার সারাইগাছী বাজারে। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা মোন গরুর মাংস জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী ইসা আলীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মাংসগুলো বিনষ্ট করা হয়। মাংসের বাজারে নিয়মিত প্রশাসনিক তদারকির দাবি জানান এলাকাবাসী।
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন হাটে বাজারে অবাধে বিক্রি হচ্ছে কিটোসিস, খুরা ও ল্যাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন রোগে আক্রান্ত পশুর মাংস। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর রোগাক্রান্ত পশু জবায় করে বাজারে মাংস বিক্রি করেন ব্যবসায়ীরা। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে উপজেলার বিভিন্ন বাজারে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব মাংস খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।
জানা গেছে, উপজেলার পোরশা সদরের বাজার, নিতপুর বাজার, শিশা বাজার, গাঙ্গুরিয়া বাজার ও বিশেষ করে সারাইগাছী বাজারে প্রায় দিন ও রাতে বিক্রি করা হয় রোগাক্রান্ত পশু। রোগাক্রান্ত পশুর মধ্যে গরুর সংখাই বেশি।
অসুস্থ্য পশুগুলো বাইরে থেকে জবায় করে এনে বাজারের দোকানে স্বল্প মূল্যে বিক্রি করা হয়। বাজারগুলোতে অধিকাংশ সময়ই জনসম্মুখে পশু জবাই না করে গোপনে জবায় করা হয়ে থাকে। এতে মাংস কিনে প্রতারণার শিকার হন ক্রেতারা।
গতকাল রোববার দিবাগত রাতে কিটোসিস রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রি করা হচ্ছিল উপজেলার সারাইগাছী বাজারে। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা মোন গরুর মাংস জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী ইসা আলীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মাংসগুলো বিনষ্ট করা হয়। মাংসের বাজারে নিয়মিত প্রশাসনিক তদারকির দাবি জানান এলাকাবাসী।