ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং:(অডউ) ব্যবহার করে পানি সেন্সর ওঙঞ সেচ এবং কম কার্বনযুক্ত ধান চাষের পাইলট পরীক্ষা ফলাফল শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (অউই) এবং ডাসকো ফাউন্ডেশন (উঅঝঈঙঐ) যৌথ আয়োজনে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের পদ্মা হল রুমে টেকসই ধান উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তারিকুল আলম।
প্রধান অতিথি মো. তারিকুল আলম বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক ধান উৎপাদনে গুরুত্ব দেয় বেশি ভাগ সময়। তাই এ অঞ্চলের কৃষকরা সব সময় পানি নিয়ে চিন্তা করে। বিএমডিএ কর্র্তৃপক্ষ এখন কৃষককে বোঝানর চেষ্টা করছে কোন ফসল গুলোতে পানি কম লাগবে সেই ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলে কিছু জায়গায় ধান উৎপাদন করতে নিরুৎসাহী করছি। বরেন্দ্র অঞ্চলের যে সব জায়গায় পানির সংকট বেশি সেই জায়গা গুলোতে অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং:(অডউ) পদ্ধতির মাধ্যমে ধান উৎপাদন করতে পারি আমরা তাহলে এ প্রযুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে এবং এই প্রযুক্তি ব্যবহার করলে পানির ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম বিএমডিএ, এডিবি’র প্রধান অর্থনীতিবিদ ড. তাকাশি ইয়ামানো, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকরামুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা ও (অডউ) প্রজেক্টের কো-টিম লিডার আনোয়ারা বেগম।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং:(অডউ) ব্যবহার করে পানি সেন্সর ওঙঞ সেচ এবং কম কার্বনযুক্ত ধান চাষের পাইলট পরীক্ষা ফলাফল শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (অউই) এবং ডাসকো ফাউন্ডেশন (উঅঝঈঙঐ) যৌথ আয়োজনে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের পদ্মা হল রুমে টেকসই ধান উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তারিকুল আলম।
প্রধান অতিথি মো. তারিকুল আলম বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক ধান উৎপাদনে গুরুত্ব দেয় বেশি ভাগ সময়। তাই এ অঞ্চলের কৃষকরা সব সময় পানি নিয়ে চিন্তা করে। বিএমডিএ কর্র্তৃপক্ষ এখন কৃষককে বোঝানর চেষ্টা করছে কোন ফসল গুলোতে পানি কম লাগবে সেই ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলে কিছু জায়গায় ধান উৎপাদন করতে নিরুৎসাহী করছি। বরেন্দ্র অঞ্চলের যে সব জায়গায় পানির সংকট বেশি সেই জায়গা গুলোতে অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং:(অডউ) পদ্ধতির মাধ্যমে ধান উৎপাদন করতে পারি আমরা তাহলে এ প্রযুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে এবং এই প্রযুক্তি ব্যবহার করলে পানির ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম বিএমডিএ, এডিবি’র প্রধান অর্থনীতিবিদ ড. তাকাশি ইয়ামানো, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকরামুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা ও (অডউ) প্রজেক্টের কো-টিম লিডার আনোয়ারা বেগম।