ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশের চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলের মানুষদের দোরগোড়ায় পৌছে দিতে চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতাল সৈয়দপুরে প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫)র দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ডা. দেলোয়ার হোসেন, আশরাফ পারভেজ, সৈয়দপুর মহিলা কলেজের শিক্ষক শিউলি বেগম, আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক আলমগীর সরকার, সোনাপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, আইন অনুষদের শিক্ষার্থী আবিদা সুলতানা, দুলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে সকল ধরনের যোগাযোগ রয়েছে সৈয়দপুরে। আকাশ, রেল ও সড়কপথ ব্যবহার করে দেশ বিদেশের মানুষ খুব সহসাই সৈয়দপুর হয়ে যাতায়াত করতে পারে। এছাড়াও ভারতের শিলিগুড়ি থেকে রাজধানী ঢাকায় নিয়মিত চলাচল করে মিতালী এক্সপ্রেস ট্রেন। সেজন্য পশ্চিম বাংলার উত্তরাঞ্চলের রোগীরাও সৈয়দপুরে এসে অল্প খরচে অল্প সময়ে চিকিৎসা নিতে পারবে। এতে করে রেমিটেন্স আসবে। ব্যাপক মানুষের কর্মসংস্থান হবে। ব্যবসা বাণিজ্যে আমুল পরিবর্তন আসবে।
সৈয়দপুর শহরের কুন্দল ও কয়া মৌজা মিলে রেল এবং খাস খতিয়ানভুক্ত শত শত একর জমি আছে। এজন্য হাসপাতাল গড়তে নতুন করে টাকা খরচ করে জমি অধিগ্রহনের প্রয়োজন পড়বে না। তাই সৈয়দপুরে চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হলে দেশ বিদেশের রোগীরা চিকিৎসা নিতে পারবে। আর বিমানবন্দর থেকে প্রস্তাবিত স্থানের দূরত্ব মাত্র তিন কিলোমিটার যাত্রী যাতে সময় ব্যয় হবে ১০ মিনিটের কিছু বেশি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
দেশের চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলের মানুষদের দোরগোড়ায় পৌছে দিতে চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতাল সৈয়দপুরে প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫)র দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ডা. দেলোয়ার হোসেন, আশরাফ পারভেজ, সৈয়দপুর মহিলা কলেজের শিক্ষক শিউলি বেগম, আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক আলমগীর সরকার, সোনাপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, আইন অনুষদের শিক্ষার্থী আবিদা সুলতানা, দুলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে সকল ধরনের যোগাযোগ রয়েছে সৈয়দপুরে। আকাশ, রেল ও সড়কপথ ব্যবহার করে দেশ বিদেশের মানুষ খুব সহসাই সৈয়দপুর হয়ে যাতায়াত করতে পারে। এছাড়াও ভারতের শিলিগুড়ি থেকে রাজধানী ঢাকায় নিয়মিত চলাচল করে মিতালী এক্সপ্রেস ট্রেন। সেজন্য পশ্চিম বাংলার উত্তরাঞ্চলের রোগীরাও সৈয়দপুরে এসে অল্প খরচে অল্প সময়ে চিকিৎসা নিতে পারবে। এতে করে রেমিটেন্স আসবে। ব্যাপক মানুষের কর্মসংস্থান হবে। ব্যবসা বাণিজ্যে আমুল পরিবর্তন আসবে।
সৈয়দপুর শহরের কুন্দল ও কয়া মৌজা মিলে রেল এবং খাস খতিয়ানভুক্ত শত শত একর জমি আছে। এজন্য হাসপাতাল গড়তে নতুন করে টাকা খরচ করে জমি অধিগ্রহনের প্রয়োজন পড়বে না। তাই সৈয়দপুরে চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হলে দেশ বিদেশের রোগীরা চিকিৎসা নিতে পারবে। আর বিমানবন্দর থেকে প্রস্তাবিত স্থানের দূরত্ব মাত্র তিন কিলোমিটার যাত্রী যাতে সময় ব্যয় হবে ১০ মিনিটের কিছু বেশি।