ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বরগুনার বেতাগীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা বসে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন খানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। দেশের অর্থনীতিতে এবং পুষ্টির যোগানে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু অতিরিক্ত আহরণ, পরিবহন ও বিপণনের কারণে ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রতিবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে থাকে। চলতি বছরও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে বক্তারা বলেন, এ সময় কেউ নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। সরকারের এ উদ্যোগকে সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি আমাদের অস্তিত্ব রক্ষার অংশ। আজ আমরা যদি মা ইলিশকে রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে এবং ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে নৌপথে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারগুলোতে তদারকি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে কেউ নিষিদ্ধ সময়ে ইলিশ মজুদ বা বিক্রি করতে না পারে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বরগুনার বেতাগীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা বসে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন খানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। দেশের অর্থনীতিতে এবং পুষ্টির যোগানে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু অতিরিক্ত আহরণ, পরিবহন ও বিপণনের কারণে ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রতিবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে থাকে। চলতি বছরও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে বক্তারা বলেন, এ সময় কেউ নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। সরকারের এ উদ্যোগকে সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি আমাদের অস্তিত্ব রক্ষার অংশ। আজ আমরা যদি মা ইলিশকে রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে এবং ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে নৌপথে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারগুলোতে তদারকি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে কেউ নিষিদ্ধ সময়ে ইলিশ মজুদ বা বিক্রি করতে না পারে।