কলাপাড়া (পটুয়াখালী) : ৮০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ -সংবাদ
ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পটুয়াখালীর কলাপাড়ার তিনটি ইউনিয়নের ৮০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ লাখ টাকা মূল্যের এ নির্মাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ১৫টি ঢেউটিন ও চারটি সিমেন্টের পিলার দেওয়া হয়।
গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার বিকাল সাড়ে পাঁচটায় কলাপাড়ার মহিপুর কার্যালয় প্রাঙ্গণে এক সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের নারী পুরুষদের হাতে এ গৃহ নির্মাণের মালামাল তুলে দেওয়া হয়।
গুড নেইবারস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাসের সভাপতিত্বে এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, সিডিসি সভাপতি সেলিম হাওলাদার প্রমুখ।
গুড নেইবারস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস জানান, গত বছর প্রাকৃতিক দুর্যোগে কলাপাড়ার মহিপুর, ডালবুগঞ্জ ও লতাচাপলী ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের ৮০ পরিবারের বসতি ক্ষতি হয়। দিনমজুর, স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী ও কর্মহীন এ পরিবারের সদস্যরা আর্থিক সংকটে ঘর নির্মাণ করতে না পারায় অন্তত ৫০০ নারী,পুরুষ ও শিশুরা মানবেতর জীবন যাপন করতে ছিলো। তাই তাদের কষ্ট লাঘবে সংস্থার পক্ষ থেকে এ গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) : ৮০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ -সংবাদ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পটুয়াখালীর কলাপাড়ার তিনটি ইউনিয়নের ৮০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ লাখ টাকা মূল্যের এ নির্মাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ১৫টি ঢেউটিন ও চারটি সিমেন্টের পিলার দেওয়া হয়।
গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার বিকাল সাড়ে পাঁচটায় কলাপাড়ার মহিপুর কার্যালয় প্রাঙ্গণে এক সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের নারী পুরুষদের হাতে এ গৃহ নির্মাণের মালামাল তুলে দেওয়া হয়।
গুড নেইবারস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাসের সভাপতিত্বে এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, সিডিসি সভাপতি সেলিম হাওলাদার প্রমুখ।
গুড নেইবারস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস জানান, গত বছর প্রাকৃতিক দুর্যোগে কলাপাড়ার মহিপুর, ডালবুগঞ্জ ও লতাচাপলী ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের ৮০ পরিবারের বসতি ক্ষতি হয়। দিনমজুর, স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী ও কর্মহীন এ পরিবারের সদস্যরা আর্থিক সংকটে ঘর নির্মাণ করতে না পারায় অন্তত ৫০০ নারী,পুরুষ ও শিশুরা মানবেতর জীবন যাপন করতে ছিলো। তাই তাদের কষ্ট লাঘবে সংস্থার পক্ষ থেকে এ গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।