বেতাগী (বরগুনা) : ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে স্বল্প টাকায় ব্যাগভর্তি বাজার -সংবাদ
বরগুনার বেতাগীতে সবজি বাজারের উর্ধ্বগতি দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতায় গতকাল বুধবার উপজেলা ভূমি অফিসের সামনে বসানো হয় এই ভ্রাম্যমাণ দোকান, যেখানে বাজারদরের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি করা হয়।
এদিন ক্রেতাদের অবাক করে দিয়ে কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হয়, যেখানে বাজারদর ৩০০ টাকা। একইভাবে পটল ৫৫ টাকায়, বাজারে ৭০ টাকা; করলা ৭০ টাকায়, বাজারে ৮০ টাকা; কাকড়োল ৬৫ টাকায়, বাজারে ৮০ টাকা; শশা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; ঝিঙা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; মুলা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; ছোট গাডি ২৫ টাকায়, বাজারে ৩৫ টাকা এবং বড় গাডি ২০ টাকায়, বাজারে ৩০ টাকা বিক্রি করা হয়। এক বাজারে দুই চিত্র দেখে ক্রেতারা খুশি হয়ে প্রয়োজনীয় সবজি সংগ্রহ করেন।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু চৌধুরী, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি মো. রাসেল, সেক্রেটারি রাকিবুল ইসলাম রাজন, বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি মো. হোসাইন সিপাহীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু চৌধুরী বলেন, সবজি প্রতিদিন আমাদের খাবারের তালিকায় থাকা দরকার। কিন্তু বাজারে অতিরিক্ত দামের কারণে অনেকেই পর্যাপ্ত সবজি খেতে পারেন না। তাই আমরা এই ভ্রাম্যমাণ দোকানকে সহযোগিতা করছি যাতে সাধারণ মানুষের নাগালে সবজি পৌঁছায়।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা শাখার সেক্রেটারি হোসাইন সিপাহী জানান, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি সবজি বাজারে অস্থিরতা বিরাজ করছে। তাই কম দামে বাজার স্থিতিশীল করতে এ উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এই উদ্যোগকে বাজার নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা বলে উল্লেখ করেন। তিনি বলেন, সিন্ডিকেট বা একতরফা নিয়ন্ত্রণ রুখতে এমন জনবান্ধব উদ্যোগকে আমরা সবসময় সহযোগিতা করব।
বেতাগী (বরগুনা) : ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে স্বল্প টাকায় ব্যাগভর্তি বাজার -সংবাদ
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
বরগুনার বেতাগীতে সবজি বাজারের উর্ধ্বগতি দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতায় গতকাল বুধবার উপজেলা ভূমি অফিসের সামনে বসানো হয় এই ভ্রাম্যমাণ দোকান, যেখানে বাজারদরের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি করা হয়।
এদিন ক্রেতাদের অবাক করে দিয়ে কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হয়, যেখানে বাজারদর ৩০০ টাকা। একইভাবে পটল ৫৫ টাকায়, বাজারে ৭০ টাকা; করলা ৭০ টাকায়, বাজারে ৮০ টাকা; কাকড়োল ৬৫ টাকায়, বাজারে ৮০ টাকা; শশা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; ঝিঙা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; মুলা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; ছোট গাডি ২৫ টাকায়, বাজারে ৩৫ টাকা এবং বড় গাডি ২০ টাকায়, বাজারে ৩০ টাকা বিক্রি করা হয়। এক বাজারে দুই চিত্র দেখে ক্রেতারা খুশি হয়ে প্রয়োজনীয় সবজি সংগ্রহ করেন।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু চৌধুরী, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি মো. রাসেল, সেক্রেটারি রাকিবুল ইসলাম রাজন, বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি মো. হোসাইন সিপাহীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু চৌধুরী বলেন, সবজি প্রতিদিন আমাদের খাবারের তালিকায় থাকা দরকার। কিন্তু বাজারে অতিরিক্ত দামের কারণে অনেকেই পর্যাপ্ত সবজি খেতে পারেন না। তাই আমরা এই ভ্রাম্যমাণ দোকানকে সহযোগিতা করছি যাতে সাধারণ মানুষের নাগালে সবজি পৌঁছায়।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা শাখার সেক্রেটারি হোসাইন সিপাহী জানান, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি সবজি বাজারে অস্থিরতা বিরাজ করছে। তাই কম দামে বাজার স্থিতিশীল করতে এ উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এই উদ্যোগকে বাজার নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা বলে উল্লেখ করেন। তিনি বলেন, সিন্ডিকেট বা একতরফা নিয়ন্ত্রণ রুখতে এমন জনবান্ধব উদ্যোগকে আমরা সবসময় সহযোগিতা করব।