ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সালাউদ্দিন (৩৫) ও আব্দুল কাদির মিয়াকে (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) সকালে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। দুপুরে আটককৃত দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আটক সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও আব্দুল কাদির মিয়া নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাগ গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে প্রথম অভিযানটি পরিচালিত হয় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর পশ্চিম পাড়ার গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে। এ সময় আব্দুল কাদির মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে, একই দিন বিকেলে দ্বিতীয় অভিযান চালানো হয় কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামে। অভিযানে সালাউদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ১,২০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি বলেন, মাদকবিরোধী অভিযান সবসময় চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সালাউদ্দিন (৩৫) ও আব্দুল কাদির মিয়াকে (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) সকালে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। দুপুরে আটককৃত দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আটক সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও আব্দুল কাদির মিয়া নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাগ গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে প্রথম অভিযানটি পরিচালিত হয় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর পশ্চিম পাড়ার গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে। এ সময় আব্দুল কাদির মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে, একই দিন বিকেলে দ্বিতীয় অভিযান চালানো হয় কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামে। অভিযানে সালাউদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ১,২০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি বলেন, মাদকবিরোধী অভিযান সবসময় চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।