চাঁদপুরস্থ পুরান বাজার মৈশাল বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গনে শুভ নবমী তিথিতে শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর এর উদ্যোগে এবং মন্দির কমিটির সহযোগীতায় জীবন্ত মাতৃ পূজা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফোরামের সহ-সভাপতি অনুপ দে চাকী, সাধারন সম্পাদক সুমন অধিকারী, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মন সাহা, মহিলা সম্পাদিকা কৃষ্ণা নন্দীসহ অন্যান্য সারথিগন। বর্তমান অবক্ষিত সনাতনী সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বৃদ্ধাশ্রমকে নিরোৎসাহিত করার প্রয়াস এবং ঘরে ঘরে মায়ের আচরণ দেবী সুলভ করার প্রতি গুরুত্বারোপ করে জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহা তার পৌরহিত্যের মাধ্যমে আলোকপাত করেন। তিনি আরও বলেন, মায়ের আচরণই সন্তানগন পেয়ে থাকেন। বিশেষ করে ঘরের মেয়েরা ছোট থেকেই তার নিজ গর্ভধারিনীকে অনুসরন করেন এবং মায়ের সকল আচরনের প্রতিফলন ঘটান পরের বাড়ি তথা স্বামীর বাড়ি গিয়ে।
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
চাঁদপুরস্থ পুরান বাজার মৈশাল বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গনে শুভ নবমী তিথিতে শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর এর উদ্যোগে এবং মন্দির কমিটির সহযোগীতায় জীবন্ত মাতৃ পূজা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফোরামের সহ-সভাপতি অনুপ দে চাকী, সাধারন সম্পাদক সুমন অধিকারী, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মন সাহা, মহিলা সম্পাদিকা কৃষ্ণা নন্দীসহ অন্যান্য সারথিগন। বর্তমান অবক্ষিত সনাতনী সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বৃদ্ধাশ্রমকে নিরোৎসাহিত করার প্রয়াস এবং ঘরে ঘরে মায়ের আচরণ দেবী সুলভ করার প্রতি গুরুত্বারোপ করে জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহা তার পৌরহিত্যের মাধ্যমে আলোকপাত করেন। তিনি আরও বলেন, মায়ের আচরণই সন্তানগন পেয়ে থাকেন। বিশেষ করে ঘরের মেয়েরা ছোট থেকেই তার নিজ গর্ভধারিনীকে অনুসরন করেন এবং মায়ের সকল আচরনের প্রতিফলন ঘটান পরের বাড়ি তথা স্বামীর বাড়ি গিয়ে।