রংপুরে সাংবাদিক বাদলকে মব তৈরি করে অপহরণ ও হেনস্তার ঘটনার প্রধান আসামি রকিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ -সংবাদ
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মব সৃষ্টি করে অপহরণ করে নির্যাতন ও হেনস্তার ঘটনার প্রধান আসামি রকিকে ঢাকার যাত্রবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় আসামি রকিকে রংপুরের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক দেওয়ান মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী অবস্থান নেননি।
তবে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই সুদীপ্ত শাহিন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে সাংবাদিক বাদল নিজেই বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর সন্ত্রাসী রকিকে প্রধান আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, লাইসেন্স শাখার প্রধান মিজু প্রশাসনিক কর্মকর্তা শান্তসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। পুলিশ আসামি রতন ও সাগর নামে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। তবে বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
বৃহস্পতিবার, আসামি রকিকে আদালতে হাজির করার পর আবারো হাজতখানায় নেয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, মূল নায়ক লিটন পারভেজ। ঘটনার দিন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা শান্তের রুমে বসে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ আসামি রকির সঙ্গে অন্তত ৮২ বার মোবাইল ফোনে কথা বলেন বলে জানতে পেরেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যমুনা টিভির রংপুর ব্যুরো চিফ মাযহারুল মান্নান বলেন সিটি করপোরেশনের যাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তারা কীভাবে এখনও ঘুরে বেড়ায় এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বলেছি।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে নিষিদ্ধ থাকা ৫শ’ অটোরিকশার লাইসেন্স গোপনে প্রদানের নামে ৫ কোটি টাকা বাণিজ্য করা সংক্রান্ত খবর দৈনিক সংবাদে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত হলে সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে সন্ত্রাসী রকির নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী রংপুর নগরীর কাছারী বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে মব তৈরি করে অপহরণ করে নির্যাতন করতে করতে রংপুর সিটি করপোরেশেন কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে এসে সাংবাদিক বাদলকে উদ্ধার করে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক বাদল বাদী হয়ে মেট্রোপলিটান কোতয়ালি থানায় মামলা দায়ের করে।
রংপুরে সাংবাদিক বাদলকে মব তৈরি করে অপহরণ ও হেনস্তার ঘটনার প্রধান আসামি রকিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ -সংবাদ
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মব সৃষ্টি করে অপহরণ করে নির্যাতন ও হেনস্তার ঘটনার প্রধান আসামি রকিকে ঢাকার যাত্রবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় আসামি রকিকে রংপুরের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক দেওয়ান মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী অবস্থান নেননি।
তবে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই সুদীপ্ত শাহিন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে সাংবাদিক বাদল নিজেই বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর সন্ত্রাসী রকিকে প্রধান আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, লাইসেন্স শাখার প্রধান মিজু প্রশাসনিক কর্মকর্তা শান্তসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। পুলিশ আসামি রতন ও সাগর নামে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। তবে বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
বৃহস্পতিবার, আসামি রকিকে আদালতে হাজির করার পর আবারো হাজতখানায় নেয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, মূল নায়ক লিটন পারভেজ। ঘটনার দিন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা শান্তের রুমে বসে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ আসামি রকির সঙ্গে অন্তত ৮২ বার মোবাইল ফোনে কথা বলেন বলে জানতে পেরেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যমুনা টিভির রংপুর ব্যুরো চিফ মাযহারুল মান্নান বলেন সিটি করপোরেশনের যাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তারা কীভাবে এখনও ঘুরে বেড়ায় এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বলেছি।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে নিষিদ্ধ থাকা ৫শ’ অটোরিকশার লাইসেন্স গোপনে প্রদানের নামে ৫ কোটি টাকা বাণিজ্য করা সংক্রান্ত খবর দৈনিক সংবাদে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত হলে সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে সন্ত্রাসী রকির নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী রংপুর নগরীর কাছারী বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে মব তৈরি করে অপহরণ করে নির্যাতন করতে করতে রংপুর সিটি করপোরেশেন কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে এসে সাংবাদিক বাদলকে উদ্ধার করে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক বাদল বাদী হয়ে মেট্রোপলিটান কোতয়ালি থানায় মামলা দায়ের করে।