মহাদেবপুর (নওগাঁ) : ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান -সংবাদ
রনওগাঁর মহাদেবপুরে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর দিনে আত্রাই নদীতে প্রতিমা নিয়ে নৌকা বাইচের সময় নদীতে পড়ে রনি চন্দ্র পাল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার ফুফাতো ভাই তাকে আধাঘন্টা ধরে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সে নদীতে তলীয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। শুক্রবার, (০৩ অক্টোবর ২০২৫) রাজশাহী থেকে আসা ৫ সদস্যের ডুবুরি দল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘন্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। স্থানীয়দের ধারণা সে আর বেঁচে নেই। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের আত্রাই নদীর প্রেমতলী ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পূজা দেখতে সে তার ফুফুর বাড়ি খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামে আসে। সেখানে তার ফুফাতো ভাই প্রদীপ চন্দ্র হালদারের ছেলে প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে নৌবাইচ উপভোগ করতে যায়।
প্রান্তজিৎ হালদার জানান, রনিকে কেউ একজন নৌকা থেকে ধাক্কা দেয়। রনি তখন প্রান্তজিৎকে নিয়ে নদীতে ছিটকে পড়ে হাবুডুবু খেতে থাকে। রনি সাঁতার জানে না বলে তাকে বাঁচানোর আকুতি জানায়। প্রান্ত তাকে তার সমস্ত শক্তি দিয়ে পানির উপর ভাঁসিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু রনি ভাসতেও পারছিলনা। আধাঘন্টা চেষ্টার পর অবশেষে রনি পানির নিচে তলীয় যাওয়া শুরু করে। তাঁকে আটকে রাখার সব চেষ্টা ব্যর্থ করে পানিতে ডুবে যায় সে। রনিকে ছেড়ে না দিলে প্রান্ত নিজেও তলীয় যেতেন বলে জানান। অবশেষে তিনি তীরে আসার চেষ্টা করলে জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আশরাফুর রহমান জানান, খবর পেয়ে বিকেল ৫টা থেকে তাদের ৬ জন জওয়ান আত্রাই নদীতে নেমে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ রনিকে উদ্ধার করতে পারেনি। রাজশাহী থেকে অক্সিজেন সিলিন্ডারসহ ডুবুরিরা রওনা দিয়েছেন। সকালে আবার খোঁজা শুরু হবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, বিকালে তিন জনের নিখোঁজের খবর পাওয়া যায়। এদের মধ্যে সন্ধ্যায় দুজনের খোঁজ পাওয়া যায়। কিন্তু রনি নামের কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।
ডুবুরি মাইনুল ইসলাম জানান, তাদের টিম লিডার আব্দুর রাজ্জাক ও আরমান আলী ব্যাপক খোঁজাখুজি করেও নিখোঁজ রনিকে উদ্ধার করতে পারেননি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মহাদেবপুর (নওগাঁ) : ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান -সংবাদ
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
রনওগাঁর মহাদেবপুরে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর দিনে আত্রাই নদীতে প্রতিমা নিয়ে নৌকা বাইচের সময় নদীতে পড়ে রনি চন্দ্র পাল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার ফুফাতো ভাই তাকে আধাঘন্টা ধরে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সে নদীতে তলীয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। শুক্রবার, (০৩ অক্টোবর ২০২৫) রাজশাহী থেকে আসা ৫ সদস্যের ডুবুরি দল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘন্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। স্থানীয়দের ধারণা সে আর বেঁচে নেই। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের আত্রাই নদীর প্রেমতলী ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পূজা দেখতে সে তার ফুফুর বাড়ি খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামে আসে। সেখানে তার ফুফাতো ভাই প্রদীপ চন্দ্র হালদারের ছেলে প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে নৌবাইচ উপভোগ করতে যায়।
প্রান্তজিৎ হালদার জানান, রনিকে কেউ একজন নৌকা থেকে ধাক্কা দেয়। রনি তখন প্রান্তজিৎকে নিয়ে নদীতে ছিটকে পড়ে হাবুডুবু খেতে থাকে। রনি সাঁতার জানে না বলে তাকে বাঁচানোর আকুতি জানায়। প্রান্ত তাকে তার সমস্ত শক্তি দিয়ে পানির উপর ভাঁসিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু রনি ভাসতেও পারছিলনা। আধাঘন্টা চেষ্টার পর অবশেষে রনি পানির নিচে তলীয় যাওয়া শুরু করে। তাঁকে আটকে রাখার সব চেষ্টা ব্যর্থ করে পানিতে ডুবে যায় সে। রনিকে ছেড়ে না দিলে প্রান্ত নিজেও তলীয় যেতেন বলে জানান। অবশেষে তিনি তীরে আসার চেষ্টা করলে জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আশরাফুর রহমান জানান, খবর পেয়ে বিকেল ৫টা থেকে তাদের ৬ জন জওয়ান আত্রাই নদীতে নেমে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ রনিকে উদ্ধার করতে পারেনি। রাজশাহী থেকে অক্সিজেন সিলিন্ডারসহ ডুবুরিরা রওনা দিয়েছেন। সকালে আবার খোঁজা শুরু হবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, বিকালে তিন জনের নিখোঁজের খবর পাওয়া যায়। এদের মধ্যে সন্ধ্যায় দুজনের খোঁজ পাওয়া যায়। কিন্তু রনি নামের কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।
ডুবুরি মাইনুল ইসলাম জানান, তাদের টিম লিডার আব্দুর রাজ্জাক ও আরমান আলী ব্যাপক খোঁজাখুজি করেও নিখোঁজ রনিকে উদ্ধার করতে পারেননি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।