কালীগঞ্জ (গাজীপুর) : ভ্রাম্যমাণ আদালতের অভিযান -সংবাদ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩০টি মামলায় ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা গেছে, প্রথম অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বিএসটিআই আইন ২০১৮ এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী তিনটি মামলায় মোট ৫৮,০০০ টাকা জরিমানা এবং হারিজুল (৪০) নামের এক আসামিকে এক মাসের বিনালশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হারিজুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাস বিনালশ্রম কারাদণ্ড, একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. আশরাফুলকে (৪০) ৩ হাজার জরিমানা ও একই এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের সেকান্দর আলীর ছেলে মো. মোশারফ হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ জাকিয়া সরওয়ার লিমা উপজেলার ঘোড়াশাল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ২৬টি মামলা দায়ের করে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জনি (২১) নামের একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এই অভিযানকালে গাজীপুর বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মো. আলামিন ভূঁইয়াসহ কালীগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (গাজীপুর) : ভ্রাম্যমাণ আদালতের অভিযান -সংবাদ
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩০টি মামলায় ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা গেছে, প্রথম অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বিএসটিআই আইন ২০১৮ এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী তিনটি মামলায় মোট ৫৮,০০০ টাকা জরিমানা এবং হারিজুল (৪০) নামের এক আসামিকে এক মাসের বিনালশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হারিজুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাস বিনালশ্রম কারাদণ্ড, একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. আশরাফুলকে (৪০) ৩ হাজার জরিমানা ও একই এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের সেকান্দর আলীর ছেলে মো. মোশারফ হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ জাকিয়া সরওয়ার লিমা উপজেলার ঘোড়াশাল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ২৬টি মামলা দায়ের করে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জনি (২১) নামের একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এই অভিযানকালে গাজীপুর বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মো. আলামিন ভূঁইয়াসহ কালীগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।