alt

পদ্মায় এবার মা মাছ ডিম ছেড়েছে বেশি

হাজারো পোনার স্বপ্ন থমকে গেছে কারেন্ট জালে

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

আষাঢ়-শ্রাবণের মাঝামাঝি সময় ভরা পদ্মা, তখন সেই নদীর বুকে এক নতুন প্রাণের সঞ্চার হয়। মা মাছ ডিম ছাড়ে, নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে ভেসে ওঠে লক্ষ-কোটি পোনা। এ যেন নদীর জীবনীশক্তির উচ্ছ্বাস, প্রকৃতির এক নিঃশব্দ উৎসব। কিন্তু দুর্ভাগ্য, এই আশার উৎসবেই নেমে এসেছে সর্বনাশের অন্ধকার। চোখে স্বল্প লাভের মোহ, কিন্তু হাতছাড়া হচ্ছে ভবিষ্যতের কোটি টাকার সম্ভাবনা। কারেন্ট জালের সূক্ষ্ম ফাঁকে আটকে যাচ্ছে শুধু মাছ নয়, আটকে যাচ্ছে একেকটি পরিবারের স্বপ্ন, জেলেরা বলছেন আমরাই নিজের সর্বনাশ করছি। তারা বলছেন দরকার প্রকৃত সচেতনতা, শক্ত মনোভাব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। না হলে পোনা নয়, হারিয়ে যাবে পদ্মার। এ যেন নদীর বুক থেকে স্বপ্ন ছিঁড়ে নেওয়ার গল্প। একজন জেলের আর্থিক অসহায়তা আর অব্যবস্থাপনার সুযোগে পুরো একটি প্রজন্মের প্রাণ থেমে গেল। নদী কাঁদে, মাছ কাঁদে, কাঁদে ভবিষ্যতের হারিয়ে যাওয়া সম্ভাবনা।

সম্প্রতি গোদাগাড়ীর এক জেলের অবৈধ কারেন্ট জালে একসঙ্গে ধরা পড়ে পাঙ্গাস মাছের ২২ কেজি ছোট ছোট পোনা। ৩-৪ ইঞ্চি পরিমাণের ওই পোনাগুলো জেলে পরে মাত্র ৫০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। অথচ এই পোনাগুলো তিনমাস পরেও ধরা পড়লে একেকটির ওজন হতো অন্তত ৫০০ গ্রাম করে। যা কমপক্ষে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো। আর মাছগুলোর দাম পাওয়া যেত কমপক্ষে ৫০ হাজার টাকা। কিন্তু অকালেই ধরা পড়ার কারণে ২২ কেজি ওই পোনা মাছগুলো মাত্র ১১শ টাকায় বিক্রি করতে বাধ্য হোন গোদাগাড়ীর পিরিজপুর এলাকার ওই জেলে।

গত কয়েকদিন ধরে পদ্মায় সরেজমিন ঘুরে দেখা গেছে, শুধু এই জেলেই নয়, রাজশাহীর চারঘাট, বাঘা, মতিহার, বোয়ালিয়া, রাজপাড়া, পবা এবং গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ থানার কয়েক হাজার জেলে প্রতিদিন নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করছেন। এসব জেলের জালে একেবারে ছোট থেকে ধরা পড়ছে সর্বোচ্চ ওজনের মাছটিও। বিশেষ করে অধিকাংশক্ষেত্রেই এখন পোনা মাছই বেশি ধরা পড়ছে। এসব পোনা মাছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাজারও সয়লাব হয়ে গেছে। কিন্তু কারেন্ট জাল বন্ধ করা যাচ্ছে না। ফলে প্রতিদিন কোটি কোটি পোনা ধরা পড়ছে জেলেদের জালে।

জেলে ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এবার পদ্মায় বেশি সময় ধরে পানি স্থির ছিল। ফলে মা মাছ এবার বিপুল পরিমাণ ডিম ছেড়েছে। এতে করে গত কয়েক বছরের মধ্যে এবার সর্বোচ্চ পোনার দেখা মিলছে পদ্মায়। কিন্তু নিষিদ্ধ কারেন্ট জালের কারণে সর্বনাশ হচ্ছে সেসব পোনা মাছের। অধিকাংশ জেলেই নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। ফলে পোনাসহ সব ধরনের মাছই ধরা পড়ছে জালে। জেলের জালে যে পরিমাণ মাছ আসছে তার নব্বই ভাগই পোনা মাছ। যা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যেই এসব মাছ পরিপক্ক হতে পারত। কিন্তু কারেন্ট জালের কারণে প্রতিদিন কোটি কোটি পোনা নির্বিচারে ধরা পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ীর রেলবাজার এলাকার এক জেলেদের একজন সর্দার বলেন, আমরা কোনোভাবেই কারেন্ট জালকে নিরুতসাহিত করতে পারছি না। বরং দিনের পর দিন এ জালের সংখ্যা বেড়েই চলে পদ্মায়। এখন অন্তত ৯০ ভাগ জেলেই কারেন্ট জালে মাছ শিকার করছেন। এতে করে এবার বিপুল পরিমাণ পোনা মাছ দেখা গেলেও সেই মাছই ধরা পড়ছে বেশি।

ওই জেলে আরও বলেন, বেশি না যদি তিন মাস আমরা পোনা মাছ ধরা বন্ধ রাখতে পারি, তাহলে এবার প্রতিটি জেলেই তিন মাস পরে একেকদিন অন্তত ১০ হাজার টাকার করে মাছ ধরতে পারবে। কিন্তু জেলেদের লোভের কারণে কারেন্ট জালে এখনোই জালে আটকা পড়ছে বিপুল পরিমাণ পোনা মাছ। ফলে এবার যে পরিমাণ পোনা নদীতে দেখা যাচ্ছে তিন মাস সেই সুযোগটি আমরা হাতছাড়া করে ফেলছি। দেশের সম্পদও নষ্ট করছি।

এদিকে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীসহ দেশের সব সাগর এবং নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞায় রাজশাহীতে কর্মহীন হয়ে পড়েন একুশ হাজার জেলে। গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। গত ২৮ সেপ্টেম্বর সকালে রাজশাহীর পবার নবগঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, ৩০-৪০ জন জেলে নৌকাতে করে মাছ ধরছেন। তাদের প্রত্যেকেই কারেন্ট জাল ব্যবহার করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক জেলে বলেন, কারেন্ট জাল সবাই ব্যবহার করছে। বাধ্য হয়ে আমিও এ জাল ফেলেছি। তবে পোনা মাছই বেশি আসছে। মাঝে মাঝে প্রশাসনের লোকজন আসে। আমরা তখন সতর্ক থাকি।

ওই এলাকায় বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন গনেশ নামের একজন জেলে। তিনি নৌকায় বসে ঘেড় মাছ ধরছিলেন। তিনি বলেন, কারেন্ট জালে পোনা মাছের সর্বনাশ করে দিচ্ছে। এবার মা মাছ ডিম ছেড়েছে বেশি। পোনাও হচ্ছে বেশি। সেই পোনা কারেন্ট জাল দিয়ে জেলেরা ধরে ফেলছে।

আমরা একটু সতর্ক হলে এই পোনাগুলো রক্ষা করতে পারতাম। তাতে আমাদের জেলে ভাইদেরই লাভ হত। তিন-চার মাস পরে এবার প্রতিটি জেলেই বিপুল পরিমাণ মাছ পেতেন জালে।

জেলার গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা ওহিদুজ্জামান বলেন, এবার পদ্মায় পানি প্রায় দুই মাস ধরে স্থির ছিল। এতে করে সব ধরনের মা মাছ ডিম পাড়ার সুযোগ পেয়েছে। এর আগে গত কয়েক বছর ১৫-২০ দিনের বেশি পানি স্থির থাকেনি পদ্মায়। তবে গত ১০-১২ দিন ধরে পানি নামতে শুরু করেছে। এতে করে মাছও ধরা পড়ছে বেশি। বিশেষ করে কারেন্ট জালে পোনা মাছই বেশি ধরা পড়ছে। আমরা অভিযান করছি। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি না। একদিকে গেলে আরেকদিকে কারেন্ট জাল পড়ছে। রাতদিন তো নদীতে পাহারা দেওয়া সম্ভব না আমাদের। এর জন্য জেলেদের সচেতন হওয়া দরকার। কিন্তু রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জ জেলার জেলেরা নিজেদের সর্বনাশ নিজেরা করছে।

ছবি

সিংরইল বিলে পদ্মফুলের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা

ছবি

ফুলবাড়ীতে ২০০ মিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

ছবি

যন্ত্রণায় কাতরাচ্ছেন ‘জীবন মানেই যন্ত্রণা’র গীতিকার

ছবি

দশমিনায় পরিবেশ বান্ধব ও বজ্রনিরোধক তালগাছের চারা রোপণ

ছবি

তাহিরপুরের বালু মহালের জায়গা নির্ধারণ করে দিলো প্রশাসন

ছবি

রামপালে বিদ্যুৎ স্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

ছবি

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ বেকারিকে জরিমানা

ছবি

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা অভিযুক্ত যুবক গ্রেপ্তার

ছবি

পঞ্চগড়ে ৩ জুয়ারিকে আটক করেছে সেনাবাহিনী

ছবি

৬৬ সালে জন্ম নেয়া নিতাই চন্দ্র একজন মুক্তিযোদ্ধা!

ছবি

নড়াইলে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি

কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি হা-ডু-ডু খেলার উদ্বোধন

ছবি

সিরাজগঞ্জে শীতের আগেই অতিথি পাখির আগমন

ছবি

নগরীর পরিবেশ সুরক্ষায় শতবর্ষী বৃক্ষ বাঁচিয়ে রাখান আহ্বান

ছবি

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ছবি

হাজীগঞ্জ বাজারে প্রবেশের তিন পথে ময়লার স্তুপে জীবন অতিষ্ঠ

ছবি

বরেন্দ্র অঞ্চলে ১৭ বছরে কমেছে ৯০ হাজার হেক্টর ফসলী জমি

ছবি

পূর্বধলায় ইঁদুর ও পোকার আক্রমণে আমন ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছবি

সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের আওয়ামী লীগ নেতা নিহত

ছবি

রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি

ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবি

ভালুকায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

ছবি

বড়াইগ্রামে নারীকে হত্যা করে স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

ছবি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে মধুপুরে স্বাস্থ্য সহকারীরা

ছবি

ফুলবাড়ীতে ভালো দাম পেয়ে খুশি পাট চাষিরা, আগ্রহ বাড়ছে অন্যদের

ছবি

নাটোরে বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

ছবি

নাইক্ষ্যংছড়িতে রাবার ধুমঘরে অগ্নিকান্ড

ছবি

লৌহজংয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধান ও আগাম সবজি

ছবি

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদাণ্ড

ছবি

কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম তদন্তে দুদকের অভিযান, নথি তলব

ছবি

চকরিয়ায় উপকুলে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের মহোৎসব

ছবি

হোমনায় বজ্রপাতে নিহত ৩

ছবি

তিস্তার আগ্রাসী রূপ, পানিবন্দি মানুষের নির্ঘুম রাত

ছবি

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ছবি

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন

ছবি

স্বাধীনতার ৫৪ বছরেও কালীগঙ্গা নদীতে নির্মাণ হয়নি সেতু

tab

পদ্মায় এবার মা মাছ ডিম ছেড়েছে বেশি

হাজারো পোনার স্বপ্ন থমকে গেছে কারেন্ট জালে

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

আষাঢ়-শ্রাবণের মাঝামাঝি সময় ভরা পদ্মা, তখন সেই নদীর বুকে এক নতুন প্রাণের সঞ্চার হয়। মা মাছ ডিম ছাড়ে, নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে ভেসে ওঠে লক্ষ-কোটি পোনা। এ যেন নদীর জীবনীশক্তির উচ্ছ্বাস, প্রকৃতির এক নিঃশব্দ উৎসব। কিন্তু দুর্ভাগ্য, এই আশার উৎসবেই নেমে এসেছে সর্বনাশের অন্ধকার। চোখে স্বল্প লাভের মোহ, কিন্তু হাতছাড়া হচ্ছে ভবিষ্যতের কোটি টাকার সম্ভাবনা। কারেন্ট জালের সূক্ষ্ম ফাঁকে আটকে যাচ্ছে শুধু মাছ নয়, আটকে যাচ্ছে একেকটি পরিবারের স্বপ্ন, জেলেরা বলছেন আমরাই নিজের সর্বনাশ করছি। তারা বলছেন দরকার প্রকৃত সচেতনতা, শক্ত মনোভাব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। না হলে পোনা নয়, হারিয়ে যাবে পদ্মার। এ যেন নদীর বুক থেকে স্বপ্ন ছিঁড়ে নেওয়ার গল্প। একজন জেলের আর্থিক অসহায়তা আর অব্যবস্থাপনার সুযোগে পুরো একটি প্রজন্মের প্রাণ থেমে গেল। নদী কাঁদে, মাছ কাঁদে, কাঁদে ভবিষ্যতের হারিয়ে যাওয়া সম্ভাবনা।

সম্প্রতি গোদাগাড়ীর এক জেলের অবৈধ কারেন্ট জালে একসঙ্গে ধরা পড়ে পাঙ্গাস মাছের ২২ কেজি ছোট ছোট পোনা। ৩-৪ ইঞ্চি পরিমাণের ওই পোনাগুলো জেলে পরে মাত্র ৫০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। অথচ এই পোনাগুলো তিনমাস পরেও ধরা পড়লে একেকটির ওজন হতো অন্তত ৫০০ গ্রাম করে। যা কমপক্ষে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো। আর মাছগুলোর দাম পাওয়া যেত কমপক্ষে ৫০ হাজার টাকা। কিন্তু অকালেই ধরা পড়ার কারণে ২২ কেজি ওই পোনা মাছগুলো মাত্র ১১শ টাকায় বিক্রি করতে বাধ্য হোন গোদাগাড়ীর পিরিজপুর এলাকার ওই জেলে।

গত কয়েকদিন ধরে পদ্মায় সরেজমিন ঘুরে দেখা গেছে, শুধু এই জেলেই নয়, রাজশাহীর চারঘাট, বাঘা, মতিহার, বোয়ালিয়া, রাজপাড়া, পবা এবং গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ থানার কয়েক হাজার জেলে প্রতিদিন নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করছেন। এসব জেলের জালে একেবারে ছোট থেকে ধরা পড়ছে সর্বোচ্চ ওজনের মাছটিও। বিশেষ করে অধিকাংশক্ষেত্রেই এখন পোনা মাছই বেশি ধরা পড়ছে। এসব পোনা মাছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাজারও সয়লাব হয়ে গেছে। কিন্তু কারেন্ট জাল বন্ধ করা যাচ্ছে না। ফলে প্রতিদিন কোটি কোটি পোনা ধরা পড়ছে জেলেদের জালে।

জেলে ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এবার পদ্মায় বেশি সময় ধরে পানি স্থির ছিল। ফলে মা মাছ এবার বিপুল পরিমাণ ডিম ছেড়েছে। এতে করে গত কয়েক বছরের মধ্যে এবার সর্বোচ্চ পোনার দেখা মিলছে পদ্মায়। কিন্তু নিষিদ্ধ কারেন্ট জালের কারণে সর্বনাশ হচ্ছে সেসব পোনা মাছের। অধিকাংশ জেলেই নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। ফলে পোনাসহ সব ধরনের মাছই ধরা পড়ছে জালে। জেলের জালে যে পরিমাণ মাছ আসছে তার নব্বই ভাগই পোনা মাছ। যা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যেই এসব মাছ পরিপক্ক হতে পারত। কিন্তু কারেন্ট জালের কারণে প্রতিদিন কোটি কোটি পোনা নির্বিচারে ধরা পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ীর রেলবাজার এলাকার এক জেলেদের একজন সর্দার বলেন, আমরা কোনোভাবেই কারেন্ট জালকে নিরুতসাহিত করতে পারছি না। বরং দিনের পর দিন এ জালের সংখ্যা বেড়েই চলে পদ্মায়। এখন অন্তত ৯০ ভাগ জেলেই কারেন্ট জালে মাছ শিকার করছেন। এতে করে এবার বিপুল পরিমাণ পোনা মাছ দেখা গেলেও সেই মাছই ধরা পড়ছে বেশি।

ওই জেলে আরও বলেন, বেশি না যদি তিন মাস আমরা পোনা মাছ ধরা বন্ধ রাখতে পারি, তাহলে এবার প্রতিটি জেলেই তিন মাস পরে একেকদিন অন্তত ১০ হাজার টাকার করে মাছ ধরতে পারবে। কিন্তু জেলেদের লোভের কারণে কারেন্ট জালে এখনোই জালে আটকা পড়ছে বিপুল পরিমাণ পোনা মাছ। ফলে এবার যে পরিমাণ পোনা নদীতে দেখা যাচ্ছে তিন মাস সেই সুযোগটি আমরা হাতছাড়া করে ফেলছি। দেশের সম্পদও নষ্ট করছি।

এদিকে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীসহ দেশের সব সাগর এবং নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞায় রাজশাহীতে কর্মহীন হয়ে পড়েন একুশ হাজার জেলে। গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। গত ২৮ সেপ্টেম্বর সকালে রাজশাহীর পবার নবগঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, ৩০-৪০ জন জেলে নৌকাতে করে মাছ ধরছেন। তাদের প্রত্যেকেই কারেন্ট জাল ব্যবহার করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক জেলে বলেন, কারেন্ট জাল সবাই ব্যবহার করছে। বাধ্য হয়ে আমিও এ জাল ফেলেছি। তবে পোনা মাছই বেশি আসছে। মাঝে মাঝে প্রশাসনের লোকজন আসে। আমরা তখন সতর্ক থাকি।

ওই এলাকায় বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন গনেশ নামের একজন জেলে। তিনি নৌকায় বসে ঘেড় মাছ ধরছিলেন। তিনি বলেন, কারেন্ট জালে পোনা মাছের সর্বনাশ করে দিচ্ছে। এবার মা মাছ ডিম ছেড়েছে বেশি। পোনাও হচ্ছে বেশি। সেই পোনা কারেন্ট জাল দিয়ে জেলেরা ধরে ফেলছে।

আমরা একটু সতর্ক হলে এই পোনাগুলো রক্ষা করতে পারতাম। তাতে আমাদের জেলে ভাইদেরই লাভ হত। তিন-চার মাস পরে এবার প্রতিটি জেলেই বিপুল পরিমাণ মাছ পেতেন জালে।

জেলার গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা ওহিদুজ্জামান বলেন, এবার পদ্মায় পানি প্রায় দুই মাস ধরে স্থির ছিল। এতে করে সব ধরনের মা মাছ ডিম পাড়ার সুযোগ পেয়েছে। এর আগে গত কয়েক বছর ১৫-২০ দিনের বেশি পানি স্থির থাকেনি পদ্মায়। তবে গত ১০-১২ দিন ধরে পানি নামতে শুরু করেছে। এতে করে মাছও ধরা পড়ছে বেশি। বিশেষ করে কারেন্ট জালে পোনা মাছই বেশি ধরা পড়ছে। আমরা অভিযান করছি। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি না। একদিকে গেলে আরেকদিকে কারেন্ট জাল পড়ছে। রাতদিন তো নদীতে পাহারা দেওয়া সম্ভব না আমাদের। এর জন্য জেলেদের সচেতন হওয়া দরকার। কিন্তু রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জ জেলার জেলেরা নিজেদের সর্বনাশ নিজেরা করছে।

back to top