ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্যের নির্মাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৩ জুয়ারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ নগদ ৬ হাজার ৫ শত কুড়ি টাকা, ৩টি মোবাইল ফোন ও ৫ প্যাকেট খেলার তাস জব্দ করা হয়েছে।
পঞ্চগড় শহরের কয়েতপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাধীন বাড়িতে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের দুইটি দল অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে আটক করে। এসময় অভিযানে নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক। আটকৃতা হলো, পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্পের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. মনির হোসেন মনু (৪৯), পঞ্চগড়ের মিঠাপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫) ও পঞ্চগড় সদর ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত মাহাবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৪৯)। পরে আটক ৩ জুয়ারিকে ভ্র্যামমান আদালতে হাজির করা হলে ভ্র্যামমান আদালতের বিচার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান ২ জনকে ১৫ দিন করে ও ১ জনকে ১০ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানারা আদেশ দিয়েছেন।
আটক ৩ জুয়ারিকে রাতেই সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্যের নির্মাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৩ জুয়ারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ নগদ ৬ হাজার ৫ শত কুড়ি টাকা, ৩টি মোবাইল ফোন ও ৫ প্যাকেট খেলার তাস জব্দ করা হয়েছে।
পঞ্চগড় শহরের কয়েতপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাধীন বাড়িতে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের দুইটি দল অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে আটক করে। এসময় অভিযানে নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক। আটকৃতা হলো, পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্পের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. মনির হোসেন মনু (৪৯), পঞ্চগড়ের মিঠাপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫) ও পঞ্চগড় সদর ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত মাহাবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৪৯)। পরে আটক ৩ জুয়ারিকে ভ্র্যামমান আদালতে হাজির করা হলে ভ্র্যামমান আদালতের বিচার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান ২ জনকে ১৫ দিন করে ও ১ জনকে ১০ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানারা আদেশ দিয়েছেন।
আটক ৩ জুয়ারিকে রাতেই সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেন।