ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে আর্থিক সংশ্লিষ্ট সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। চিঠিতে মূল বেতনের শতাংশ হিসেবে যথোপযুক্ত হারে বাড়ি ভাড়া দেয়া বিবেচনার অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি শিক্ষা উপদেষ্টা আধাসরকারি চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ উন্নীত এবং শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় উন্নীতকরণের প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এজেড মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে বলা যায়, শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ, মেডিকেল ভাতা মাসিক ৫০০ টাকা ও বাড়ি ভাড়া মাসিক এক হাজার টাকা হারে পাচ্ছেন।
সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির অনুরোধ জানিয়ে একটি আধাসরকারি পত্র অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠান শিক্ষা উপদেষ্টা। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিকেল ভাতা ৫০০ টাকা হতে এক হাজার টাকা ও বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানানো হয়। কিন্তু শিক্ষকরা বাড়ি ভাড়ার ভাতা নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে মূল বেতনের শতাংশ হারে নির্ধারণ করে মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়ি ভাতার আবেদন জানান।
শিক্ষকদের আবেদনের পরিপ্র্রেক্ষিতে মূল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানে আর্থিক বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেখানে শিক্ষা উপদেষ্টার আধাসরকারি চিঠিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত পরিমাণ উন্নীতকরণের পরির্বতে শতকরা হারে প্রস্তাব বিবেচনার করার জন্য অনুরোধ করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে আর্থিক সংশ্লিষ্ট সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। চিঠিতে মূল বেতনের শতাংশ হিসেবে যথোপযুক্ত হারে বাড়ি ভাড়া দেয়া বিবেচনার অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি শিক্ষা উপদেষ্টা আধাসরকারি চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ উন্নীত এবং শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় উন্নীতকরণের প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এজেড মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে বলা যায়, শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ, মেডিকেল ভাতা মাসিক ৫০০ টাকা ও বাড়ি ভাড়া মাসিক এক হাজার টাকা হারে পাচ্ছেন।
সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির অনুরোধ জানিয়ে একটি আধাসরকারি পত্র অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠান শিক্ষা উপদেষ্টা। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিকেল ভাতা ৫০০ টাকা হতে এক হাজার টাকা ও বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানানো হয়। কিন্তু শিক্ষকরা বাড়ি ভাড়ার ভাতা নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে মূল বেতনের শতাংশ হারে নির্ধারণ করে মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়ি ভাতার আবেদন জানান।
শিক্ষকদের আবেদনের পরিপ্র্রেক্ষিতে মূল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানে আর্থিক বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেখানে শিক্ষা উপদেষ্টার আধাসরকারি চিঠিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত পরিমাণ উন্নীতকরণের পরির্বতে শতকরা হারে প্রস্তাব বিবেচনার করার জন্য অনুরোধ করা হয়।