ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে ঝালকাঠি জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এই উপলক্ষ্যে বর্নাট্য র্যালী বের হয় এবং র্যালীটি শহর ঘুরে স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্বল কুমার রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোৎ মিজান সালাউদ্দিন, ডা. মানস কুমার কুন্ড। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অসিম কুমার সাহা। অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টু বক্তব্য রাখেন। সভায় ডা. মানস কুমার কুন্ডকে প্রবীনদের জন্য জনহিতকর কাজের জন্য সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে ঝালকাঠি জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এই উপলক্ষ্যে বর্নাট্য র্যালী বের হয় এবং র্যালীটি শহর ঘুরে স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্বল কুমার রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোৎ মিজান সালাউদ্দিন, ডা. মানস কুমার কুন্ড। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অসিম কুমার সাহা। অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টু বক্তব্য রাখেন। সভায় ডা. মানস কুমার কুন্ডকে প্রবীনদের জন্য জনহিতকর কাজের জন্য সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়েছে।