রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম) : মহাসড়ক অবরোধ করে রাখেন হেফাজতের নেতাকর্মীরা -সংবাদ
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টা থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। জানাযায়, গতকাল মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এই হেফাজত নেতা। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল চৌধুরীর জন্মস্থান সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি দীর্ঘ সময় ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং রাউজানের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম) : মহাসড়ক অবরোধ করে রাখেন হেফাজতের নেতাকর্মীরা -সংবাদ
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টা থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। জানাযায়, গতকাল মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এই হেফাজত নেতা। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল চৌধুরীর জন্মস্থান সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি দীর্ঘ সময় ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং রাউজানের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।