ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পটুয়াখালী গলাচিপা উপজেলার চরবাংলায় ডিসিআর প্রাপ্ত ভূমীহীনদের জমি দখল, চাষাবাদে বাঁধা ও প্রাণনাশের হুমকী দিচ্ছে স্থানীয় বিএপির সভাপতির নেতৃত্বে সন্ত্রাসিরা। এমন অভিযোগ করেন চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিত্তহীন সমবায় সমিতির সভাপতি মো. সেরাজ খান এক লিখিত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের মাঝে এমন অভিযোগ আনেন। তিনি অভিযোগে জানান, প্রতি পরিবারের নামে দেড় একর করে ১৫৫ বিত্তহীন পরিবার দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে সরকারী খাস জমির ডিসিআর নিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি চর বিশ্বাস ইউনিয়নের বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস, সংগঠনিক সম্পাদক আ. মতিন হাওলাদারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসিরা ভূমি দখল করে নেয়ার চেষ্টায় বার বার হুমকী দামকি দিয়ে চলছে। ডিসিআর পাপ্ত কৃষকদের এলাকা ছাড়াসহ চাষাবাদ বন্ধ করার হুমকি দিয়ে চলেছে সন্ত্রাসিরা। ফলে কৃষক পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এনিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে দ্রুত ব্যাবস্থা নেয়ার আহ্বান জানান চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা।
এ বিষয়ে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস সাংবাদিকদের জানান, তিনি বা তার কোন লোকেরা চর দখলে অংশ নেয়নি। এছাড়া কিছু লোক সামাজিক ভাবে তাকে হেনেস্থা করার জন্য তার নাম জড়িয়ে বিভিন্ন ভাবে প্রপাকান্ডা ছড়াচ্ছে। এ সংবাদ সম্মেলনে চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান হাওলাদার, সদস্য ফারুক মীর, জালাল তালুকদার ও নাসির তালুকদার উপস্থিত থেকে তারাও এমন অভিযোগ করেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
পটুয়াখালী গলাচিপা উপজেলার চরবাংলায় ডিসিআর প্রাপ্ত ভূমীহীনদের জমি দখল, চাষাবাদে বাঁধা ও প্রাণনাশের হুমকী দিচ্ছে স্থানীয় বিএপির সভাপতির নেতৃত্বে সন্ত্রাসিরা। এমন অভিযোগ করেন চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিত্তহীন সমবায় সমিতির সভাপতি মো. সেরাজ খান এক লিখিত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের মাঝে এমন অভিযোগ আনেন। তিনি অভিযোগে জানান, প্রতি পরিবারের নামে দেড় একর করে ১৫৫ বিত্তহীন পরিবার দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে সরকারী খাস জমির ডিসিআর নিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি চর বিশ্বাস ইউনিয়নের বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস, সংগঠনিক সম্পাদক আ. মতিন হাওলাদারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসিরা ভূমি দখল করে নেয়ার চেষ্টায় বার বার হুমকী দামকি দিয়ে চলছে। ডিসিআর পাপ্ত কৃষকদের এলাকা ছাড়াসহ চাষাবাদ বন্ধ করার হুমকি দিয়ে চলেছে সন্ত্রাসিরা। ফলে কৃষক পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এনিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে দ্রুত ব্যাবস্থা নেয়ার আহ্বান জানান চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা।
এ বিষয়ে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস সাংবাদিকদের জানান, তিনি বা তার কোন লোকেরা চর দখলে অংশ নেয়নি। এছাড়া কিছু লোক সামাজিক ভাবে তাকে হেনেস্থা করার জন্য তার নাম জড়িয়ে বিভিন্ন ভাবে প্রপাকান্ডা ছড়াচ্ছে। এ সংবাদ সম্মেলনে চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান হাওলাদার, সদস্য ফারুক মীর, জালাল তালুকদার ও নাসির তালুকদার উপস্থিত থেকে তারাও এমন অভিযোগ করেন।