গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা- খুলনা রেল সড়কের মুকসুদপুর রেলস্টেশন এলাকায় রেল লাইনের ওপর দুর্ঘটনা ঘটে। মৃত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর রেলস্টেশনের ৫০ গজ দুরে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মুকসুদপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এই নারী মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা- খুলনা রেল সড়কের মুকসুদপুর রেলস্টেশন এলাকায় রেল লাইনের ওপর দুর্ঘটনা ঘটে। মৃত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর রেলস্টেশনের ৫০ গজ দুরে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মুকসুদপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এই নারী মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।